স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বাদ পড়েছে লিভারপুল। গত রাতে রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমার করা একমাত্র গোলে দুই লেগেই অলরেডরা হেরেছে। সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে ১-০ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানের জয়ে কোয়ার্টার-ফাইনালে উঠলো কার্লো আনচেলত্তির দল।
প্রথম লেগে লিভারপুলের মাঠে ৫-২ গোলের জয়ে কাজ প্রায় সেরেই রেখেছিল মাদ্রিদের দলটি, ঘরের মাঠে সারলো আনুষ্ঠানিকতা। চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দলটির এটি ছিল ৩০০তম ম্যাচ। কষ্টে হলেও জয় দিয়েই উপলক্ষ রাঙালো স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ম্যাচ হারের পর লিভারপুল কোচ ইয়ের্গুন ক্লপ বললেন, নিজেদের মাঠে ড্রও করলেও পরের ধাপে উঠতে পারত না তারা।
ক্লপ বলেন, ‘সত্যি বলতে, আমরা যদি নিজেদের মাঠে ড্র করতাম এবং আজ রাতে যেমন খেলেছি তা খেলতাম, তারপরও সম্ভবত ছিটকে যেতাম। এখানে মাঠে নেমেই কিছু পেয়েই যাব, এমন আশায় আমরা এখানে আসতে পারি না।’
চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল ও নাপোলির আগে শেষ আটে খেলা নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, চেলসি, বেনফিকা, এসি মিলান, ও ইন্টার মিলান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post