স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগের ম্যাচে গত রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়েছে চেলসি। শেষ সময়ে দুটি গোল হজম করে হেরে যাওয়ার পর ফুটবলারদের ভুলের দিকে আঙুল তুললেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। হতাশ, বিরক্ত ও ক্ষু্ব্ধ ম্যানচেস্টার ইউনাইটেড কোচ কাঠগড়ায় তুললেন তার দলের ফুটবলারদের।
স্টামফোর্ড ব্রিজে এদিন দুই গোলে পিছিয়ে পড়ার পরও লিড নিয়েছিল ইউনাইটেড। নির্ধারিত সময় পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল টেন হাগের শিষ্যরা। তবে যোগ করা সময়ে এলোমেলো হয়েছে সব। কোল পালমারের দুর্দান্ত হ্যাটট্রিকে জয় নিয়ে মাঠ ছেড়েছে চেলসি। ম্যাচের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হতাশা আর ক্ষোভ লুকালেন না ইউনাইটেড কোচ। আঙুল তুললেন তিনি ফুটবলারদের দিকেই।
টেন হাগ বলেন, আমার মনে হয়, আমরা দাপটেই খেলছিলাম, জেতার মতো অবস্থায় নিজেদেরকে নিতে পেরেছিলাম, দারুণ কিছু গোল করেছি। কিন্তু এরপর যোগ করা সময়ে… জিততে পারিনি আমরা। অবশ্যই এটা হতাশার। আমরা একক ভুল করেছি কিছু, যেগুলোর মূল্য দিতে হয়েছে আমাদের। ফুটবলাররা নিজেদের কাজটা জানে এবং তারা তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। বল কখন ধরে রাখতে হবে, কখন পাস দিতে হবে, কখন এগোতে হবে কিংবা প্রান্ত বদলাতে হবে, এসব ব্যাপার ঠিকঠাক পড়তে হবে আমাদের। এখান থেকে শিখতে হবে। ম্যান ইউনাইটেডের ফুটবলার হলে এই ধরনের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া জানতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post