নিজস্ব প্রতিবেদক:: বাফুফে ভবন হঠাৎ রোববার সরগরম হয়ে উঠে। জাতীয় দলের ফুটবলাররা সকাল হতেই ফেডারেশনে আসতে থাকেন। আসেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এই সরগমের উপলক্ষ্য একটাই ভালো খেলার পুরস্কার পাওয়া।
দীর্ঘ দিন পর সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ দল। বাফুফে সভাপতি তাই ঘোষণা দিয়ে ছিলেন খেলোয়াড়দের বোনাস দেবেন। সেই ঘোষণাই তিনি বাস্তবে রূপ দিলেন। জাতীয় দলের ফুটবলারদের হাতে তুলে দিয়েছেন অর্ধকোটি টাকার চেক।
রোববার বাফুফে ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাফুফে সভাপতি সেই অনুষ্ঠানে ফুটবলারদের প্রত্যেকের হাতে এই টাকা তুলে দেন। এসময় ফেডারেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
তবে নির্ধারিত ৫০ লাখ টাকা পুরস্কারের পাশাপাশি আরো তিন ফুটবলারকে পুরস্কৃত করেছেন সালাউদ্দিন। সাফের সেরা গোলরক্ষকের পুরস্কার জেতা আনিসুর রহমান জিকোকে দিয়েছেন দেড় লাখ টাকা, দুর্দান্ত খেলা মোরসালিনকে দিয়েছেন এক লাখ টাকা। বিশ্বনাথ ঘোষ পেয়েছেন ৫ লাখ টাকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post