স্পোর্টস ডেস্ক:: ফুটবলে আর্জেন্টিনার কাছে কখনো এতো বিশাল ব্যবধানে হারেনি ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ব্রাজিল বাজে ভাবেই হেরেছে। দক্ষিণ আমেরিকার কিশোদের চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।
অনূর্ধ্ব- ১৫ ফুটবল থেকে শুরু করে সিনিয়র দল পর্যন্ত ব্রাজিল এর আগে আর কখনো আর্জেন্টিনার কোনো দলের কাছে এতো বড় ব্যবধানে হারেনি। ছয় গোল হজম করা ব্রাজিল শেষ পর্যন্ত আর্জেন্টাইনদের আটকে রেখেছে। আরো একটি গোল হজম করলেই যে হয়ে তো দুঃস্বপ্নের সেভেন আপ।
মহাদেশীয় অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপটির ইতিহাসেও ব্রাজিল কখনো এতো বড় ব্যবধানে হার দেখেনি। ৭১ বছর ধরে চলা দক্ষিণ আমেরিকার এই চ্যাম্পিয়নশিপে ব্রাজিল সর্বাধিক তিন গোলে হেরেছে। এর আগে ছয় গোল হজম করে হেরেছিলো বলিভিয়া। কলম্বিয়া ২০১৩ সালে তাদেরকে ৬-০ গোলে হারিয়ে ছিলো। একটুর জন্য আর্জেন্টিনা সেই রেকর্ডও পেরিয়ে যাচ্ছিলো।
এমন বড় ব্যবধানে হারের পর ব্রাজিলের গণমাধ্যমগুলো বেশ খেপেছে। কড়া সমালোচনা করছে তারা কিশোর ফুটবলারদের। ব্রাজিল ফুটবলের ইতিহাসে এটিকে বড় লজ্জা হিসেবে দেখা হচ্ছে। এর বাইরে আর্জেন্টিনায় বানানো হচ্ছে মিম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মিম এমন, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) লোগোর পাশে একটি বিড়াল বসে লোগোটির দিকে তাকিয়ে আছে।
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের জন্য আন্তমহাদেশীয় এই টুর্নামেন্টটিহচ্ছে। চিলিতে আগামি সেপ্টেম্বরে অনু্ষ্টিত হতে যাওয়া হবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার এই চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ চার দল সুযোগ পাবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/.নিপ্র/ডেস্ক/০০