ফুটবল-ক্রিকেটে পারদর্শী প্রথম স্কটিশ গোরাম না ফেরার দেশে

0
8

স্পোর্টস ডেস্কঃ গোলকিপার কোচ অ্যান্ডি গোরাম মারা গেছেন। ফুটবল ছাড়াও তিনি ক্রিকেট খেলেছেন প্রথম শ্রেণি পর্যায়ে। এই গোলকিপার স্কটল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেছেন ৪৩ ম্যাচ। ক্রিকেটে খেলেছেন দুটি করে প্রথম শ্রেণির ও লিস্ট ‘এ’ ম্যাচ। উভয় খেলায় শীর্ষ পর্যায়ে খেলা একমাত্র স্কটিশ তিনিই।

গোরামের সাবেক দল রেঞ্জার্স শনিবার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানায়। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। জানা গেছে গত এপ্রিল থেকেই ক্যানসারে ভুগছেন তিনি। ডাক্তাররা ছয় মাস সময় দিয়েছিলেন, কিন্তু তার আগেই না ফেরার পাড়ি জমালেন এই কিংবদন্তি খেলোয়াড়।

গোরাম ১৯৯১ থেকে ১৯৯৮ পর্যন্ত রেঞ্জার্সের হয়ে খেলেন ২৬০ ম্যাচ। জেতেন পাঁচটি লিগ শিরোপা ও দুটি স্কটিশ কাপ। ১৯৯২ ও ১৯৯৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তিনি ছিলেন স্কটল্যান্ডের প্রথম পছন্দের গোলরক্ষক। ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপের স্কটল্যান্ড দলেও ছিলেন তিনি। ২০০১ সালে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ধারে খেলতে যান গোরাম। ম্যানইউর হয়ে দুই ম্যাচে মাঠেও নেমেছিলেন তিনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here