ফুটবল টুর্ণামেন্টে ব্যস্ত সিলেট স্টেডিয়াম, ঘরোয়া লিগ আয়োজনের খবর নেই

    0
    133

    নিজস্ব প্রতিবেদক: সিলেট ১ম বিভাগ ফুটবল লিগ সর্বশেষ আয়োজন হয়েছিলো- ২০১১-১২ মৌসুমে, দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ আয়োজন করা হয়ে ছিলো ২০১৩-২০১৪ মৌসুমে। এরপর থেকে আর সিলেট ফুটবল লিগ আয়োজনের খবর নেই।

    সিলেটের ক্রীড়া সংগঠকরা একের পর এক ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করলেও লিগ আয়োজনে তাদের গরজ নেই। নক আউট পর্বের বিভিন্ন টুর্ণামেন্ট আয়োজেন ব্যস্ত সময় পার করছে সিলেট জেলা স্টেডিয়াম।

    অথচ সিলেটের ফুটবলের সবচেয়ে জরুরী যে লিগ সেটি আয়োজনের কোন খবর মিলছে না। সিলেটের ফুটবলাররা দ্রুত লিগ আয়োজনের দাবি করছেন।

    সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু সোমবার দুপুরে এসএনপিস্পোর্টসকে বলেন, যত টুর্ণামেন্টই আয়োজন হউক না কেন, লিগের গুরুত্ব পাবে না। লিগ আয়োজন না হলে সিলেটের ফুটবলের উন্নতি হবে না। আমরা দ্রুত ফুটবল লিগ আয়োজনের দাবি করছি।

    তিনি জানান, ফুটবল লিগ আয়োজনের বিষয়টি নিয়ে তারা সম্প্রতি কথা বলেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিমের সঙ্গে কথা বলেছেন। তিনি দ্রুত লিগ আয়োজনের আশ্বাস দিয়েছেন।

    বাফুফের কেন্দ্রীয় সদস্য, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম সোমবার দুপুরে এসএনপিস্পোর্টসকে বলেন, আমরা উপজেলা কাপের পরেই ফুটবল লিগ আয়োজন করবো। এই টুর্ণামেন্ট থেকে অনেক খেলোয়াড় বেরুচ্ছে যারা লিগে খেলবে। লিগ না হলেও ফুটবল টুর্ণামেন্টতো হচ্ছে।

    সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) আছে স্থানীয় ফুটবলে উন্নয়ন করার জন্য। এই ডিএফএ গঠন হয়েছিলো ২০১১ সালে। সিলেট ১ম বিভাগ ফুটবল লিগ ২০১১-২০১২ সালে আয়োজন করেছিলো ডিএফএ। এরপর দীর্ঘ বিরতি দিয়ে ২০১৩-১৪ সালে আয়োজন হয়ে ছিলো দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ।

    এর আগে ২০০৭ সালে জেলা ক্রীড়া সংস্থার অধীনে থাকাবস্থায় একবার সিলেটে ফুটবল লীগ আয়োজন করে ছিলেন ক্রীড়া সংস্থার তৎকালীন কর্মকর্তারা। এপর ২০০৭ থেকে ২০১৬ এই নয় বছর মাত্র দু’বারই লিগ আয়োজন হয়েছে।

    যেখানে স্থানীয় ফুটবলার তৈরিতে প্রতি বছরই লীগ আয়োজনের কথা সেখানে নয় বছরে মাত্র দু’বারই লিগ আয়োজন স্থানীয় ফুটবলার তৈরিতে কতটা ভূমিকা রাখবে?

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here