সংবাদদাতাঃ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) স্পোর্টস ক্লাব আয়োজিত ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট ‘মেইস চ্যাম্পিয়ন্স লিগ ২০২২’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। এক অনুষ্ঠানের মাধ্যমে চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও ব্যক্তিগত পুরষ্কার সেরাদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
সোমবার দুপুরে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরণী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন এনইইউবি স্পোর্টস ক্লাবের উপদেষ্টা, সহকারী অধ্যাপক গোলাম ফারুক রাসেলসহ বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের সহকারী অধ্যাপক ও প্রভাষকগণ।
এসময় টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মেইসের এর শুভেচ্ছাদূত জনাব আজহার, জনাব তাইফ, এনইইউবি স্পোর্টস ক্লাবের সভাপতি মো. জহিরুল হোসেন মামুন এবং ক্লাবের অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দুটি ধাপে আয়োজিত অনুষ্ঠানটির প্রথম ধাপে ক্লাবের পক্ষ থেকে স্বাগত বক্তব্য নিয়ে আসেন কার্যনির্বাহি সদস্য তানভীর। এরপর ক্লাবের সভাপতি, পৃষ্ঠপোষক ও অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে একটি দেশ যেমন পরিচিতি পায় তেমনই একটি বিশ্ববিদ্যালয়ও পরিচিতি পেতে পারে।
এনইইউবি স্পোর্টস ক্লাবের সভাপতি জহিরুল হোসেন মামুন অংশ্রগহণকারী প্রতিটি ফুটবল দলকে ও উপস্থিত সবাইকে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। সমাপনী বক্তব্যে অনুষ্ঠানটির সভাপতি, এনইইউবি স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ও সহকারী অধ্যাপক গোলাম ফারুকী রাসেল বলেন, একজন মানুষের মান বিকাশে শুধু পড়ালেখা নয় খেলাধুলার ও প্রয়োজন রয়েছে।
বক্তৃতা অনুষ্ঠানের পরই পুরষ্কার বিতরণ করা হয়। ৮ দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসসি বাইনারি। আর রানার্স আপ দ্যা কিংস অফ ল। টুর্নামেন্টের সেরা গোলরক্ষক শাফি। সেরা উদীয়মান ফুটবলার ইশতিয়াক। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ইউসুফ। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফাহিম।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন আল ইমাজ লিয়ন ও রুহি দেবনাথ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post