ফুটবল মহারণে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

0
23

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা মানেই টানটান উত্তেজনা। মাঠের লড়াই, মাঠের বাইরের লড়াই।  ফুটবলীয় শক্তির পাশাপাশি দেশ দুটির খেলায় রয়েছে দারুণ ছন্দও।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে মাঠের লড়াইয়ে নামতে যাচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল। ব্রাজিলের বেলো হোরিজন্তের, স্তাদিও গভরনাদোর মাঘালেস পিন্টোতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। যা বাংলাদেশ সময় শুক্রবার (১১ অক্টোবর) ভোর পৌনে ছয়টায় শুরু হবে।

ফুটবলের এ মহারণে আর্জেন্টিনার হয়ে ইনজুরি থেকে ফিরছেন নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি। থাকছেন গঞ্জালো হিগুয়েইন, হাভিয়ার মাশ্চেরানো। অন্যদিকে ব্রাজিল পাচ্ছে দলের সেরা তারকা নেইমারকে। আছেন অস্কার, থিয়াগো সিলভা, ডেভিড লুইজরা। তাই হয়তো জমজমাট একটি লড়াই-ই দেখতে যাচ্ছে সমর্থকরা।

বেলো হোরিজন্তের মাঠটি ব্রাজিরের কাছে কলঙ্কের এক মাঠ। এই মাঠেই ইতিহাসের সবচেয়ে বাজে হারটি দেখতে হয়েছিল সেলেকাওদের। গত বিশ্বকাপে সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের হার!

দু’দল এখন পর্যন্ত মোট ১০২বার মুখোমুখি হয়েছে। যেখানে ব্রাজিলই এগিয়ে আছে। পেলের দেশ জিতেছে ৩৯বার। আর আর্জেন্টিনা জয় পেয়েছে ৩৭ ম্যাচে। বাকি ২৬ ম্যাচ ড্র। দু’দলই গোল দিয়েছে আবার সমান ১৫৯টি করে।

বাছাইপর্বের পয়েন্ট টেবিলে ব্রাজিলের আধিপত্য বিরাজ করছে। এখন পর্যন্ত ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে দলটি। অন্যদিকে বিশ্বকাপ শঙ্কায় দিন কাটছে এদগার্দো বাউজার শিষ্যদের। কারণ ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে বর্তমানে ছয়ে রয়েছে আর্জেন্টিনা। এ তালিকায় শীর্ষ চার দল বিশ্বকাপ খেলবে। পঞ্চম দলকে ইন্টার-কনফেডারেশনে প্লে-অফ খেলতে হবে। যেখানে আর্জেন্টিনার সমান পয়েন্ট পেয়েও গোল ব্যবধানে এগিয়ে থেকে পাঁচে রয়েছে চিলি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here