নিজস্ব প্রতিবেদকঃ সিলেট টেস্টের প্রথম দিনের শুরুতে জাকির হাসান আউট হলে উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। মঙ্গলবার প্রথম সেশনে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক রানের খাতা খোলেন অ্যাজাজ পাটেলকে ছক্কা হাঁকিয়ে। ৩৪ বলের মধ্যে তিনটি ছক্কা ও দুই চারের শটে ৩৭ রান করে ফেলেন তিনি। তবে সেই ইনিংসকে বড় আর করতে পারেন নি এই বাঁহাতি ব্যাটার।
গ্লেন ফিলিপসকে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা তুলতে গিয়ে ক্যাচ দেন শান্ত। বলটা ছিল ফুলটস। তাতেই বোকা বনে যান বাঁহাতি এই ব্যাটার। এমন ডেলিভারিতে উইকেট পেয়ে নিজেকে খানিকটা ভাগ্যবান মানছেন ফিলিপস। মর্যাদার সাদা পোশাকে এটিই তাঁর প্রথম উইকেট। সংবাদ সম্মেলনে ফিলিপস বলেন, ‘আমিও ফুলটস বলে আউট হয়েচি। প্রত্যেক ব্যাটারই ফুলটস বলে আউট হয়ে থাকে। তবে আমি খানিকটা ভাগ্যবান, এটা বলতেই হয়।’
ফিলিপস আরও বলেন, ‘অনেক দিন ধরেই প্রথম টেস্ট উইকেট নিয়ে অনেক স্বপ্ন দেখে আসছি আমি। তবে এভাবে সেই উইকেট পাব, অবশ্যই তা ভাবিনি! অনেক সময় দেখা যায়, লেগ স্পিনাররা দুর্দান্ত সব ডেলিভারি করতে করতে হুট করে ফুল টস করে বসে। ব্যাটসম্যানদের চোখ জ্বলজ্বল করে ওঠে, জোরে মারতে গিয়ে ক্যাচ উঠে যায়। আমারও সবসময় মনে হয়েছে, এরকম কিছু হলে খারাপ নয়। তবে প্রথম টেস্ট উইকেট অবশ্যই এভাবে চাইনি!’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post