নিজস্ব প্রতিবেদকঃ ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই ব্রাজিলিয়ান রবসন দা সিলভা ও দরিয়েলতন গোমেজ এবং বদলি মোহাম্মদ ইব্রাহিমের গোলে আবাহনীকে হারিয়েছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার গোপালগঞ্জে ৩–০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে কিংস। শিরোপার লড়াইয়ে তাঁদের প্রতিদ্বন্দ্বী মোহামেডান।
ম্যাচের ২১ মিনিটে বসুন্ধরাকে এগিয়ে দেন রবিনহো। প্রথম হাফে এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় সদ্য প্রিমিয়ার লিগ শিরোপা জেতা বসুন্ধরা। দ্বিতীয় হাফেও আক্রমণের ধারা বজায় রাখে তারা। ৭১তম মিনিটে আবাহনী ম্যাচ থেকে ছিটকে যায় দোরিয়েলতন গোমেসের গোলে। আর যোগ করা সময়ের সপ্তম মিনিটে মোহাম্মদ ইব্রাহিম আবাহনীর কফিনে শেষ পেরেকটি ঢুকান।
ফেডারেশন কাপের সবচেয়ে সফল দল আবাহনী। ১২ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। মোহামেডানের সুযোগ থাকবে বসুন্ধরাকে হারিয়ে আবাহনীর সমান শিরোপা জেতার। আর বসুন্ধরার সামনে সুযোগ তৃতীয় বারের মতো ফেডারেশন কাপের শিরোপা জেতার। আগামী ২২ মে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে হবে এই ফাইনাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post