ফেডারেশন কাপের সেমিফাইনালে আবাহনী

0
53

নিজস্ব প্রতিবেদকঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে ফেডারেশন কাপে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ঢাকা আবাহনী। গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত অত্যন্ত প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচে তারা ১-০ গোলে জামালকে হারিয়েছে। আবাহনীর হয়ে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল আগুস্তো।

মঙ্গলবার বিকেলের ম্যাচের প্রথমার্ধে দুই দলই একাধিক গোলের সুযোগ মিস করেছে। দ্বিতীয়ার্ধের শেষদিকে গোলটি অগাস্তো। ৮২ মিনিটে কর্নার থেকে বক্সের মধ্যে দারুণভাবে হেডে জামালের জালে বল জড়ান এই ব্রাজিলিয়ান ফুটবলার। পিছিয়ে পড়ে জামাল ম্যাচে সমতা আনার চেষ্টা করে। বেশ কয়েকটি জোরালো আক্রমণ করে।

ম্যাচের অন্তিম মুহূর্তে জামালের একটি আক্রমণ পেনাল্টির সম্ভাবনা তৈরি করে। রেফারি পেনাল্টির বাশি না বাজানোয় খেলোয়াড়রা অসন্তোষ প্রকাশ করেন। তবে রেফারি নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। আরেক কোয়ার্টার-ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্র ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির মধ্যকার জয়ী দলের বিপক্ষে শেষ চারে মুখোমুখি হবে প্রতিযোগিতার রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনী।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here