ফেভারিট দলটি সাধারণত বিশ্বকাপ জেতে না- স্কালোনি

0
110

স্পোর্টস ডেস্কঃ টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকার দারুণ এক আত্মবিশ্বাসী রেকর্ড নিয়ে কাতারে এখন আর্জেন্টিনা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের ঝুলিতে রয়েছে সর্বশেষ কোপা আমেরিকা শিরোপা। গত বছর ঐতিহাসিক মারাকান স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে কোপার শিরোপা জয় করেছিল লিওনেল মেসি-ডি মারিয়ারা।

১৯৮৬ সালে কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জয়ের পর আর শিরোপা পাওয়া হয়নি আর্জেন্টাইনদের। এরপর ১৯৯০ সালে পশ্চিম জার্মানী ও ২০১৪ সালের ফাইনালে জার্মানীর কাছে পরাজিত হয়ে হতাশ হতে হয় আলবেসেলিস্তেদের। এবারের আসরে শিরোপার দাবিদারদের একটি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আর্জেন্টিনার। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে দলটির কোচ লিওনেল স্কালোনি মনে করিয়ে দিলেন, ফেভারিটরা বেশিরভাগ সময়ই বিশ্বকাপ জেতে না। আর্জেন্টিনা কোচ বলেন, ‘সবচেয়ে বেশি ফেভারিট দলটি সাধারণত বিশ্বকাপ জেতে না। বিশ্বকাপ জিততে পারে এমন অন্তত ৮ বা ১০ বড় দল আছে, যাদের বেশিরভাগই ইউরোপের।’

স্কালোনি আরো বলেন, ‘আমি মনে করি, এটা ভালো বা খারাপ খেলার কারণে নয়, বরং খুঁটিনাটি আরও অনেক কিছুর কারণে। এই বিশ্বকাপও এর থেকে আলাদা হবে না। এটি খুঁটিনাটি বিষয় যা একটি দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করে তুলবে। যারা ভালো খেলবে কিংবা ফেভারিটদের একটি তারাই জিতবে এমন নয়।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here