স্পোর্টস ডেস্কঃ গত বছর ১০ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার পর দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। ঘরোয়া বা আন্তর্জাতিক ম্যাচে এতদিন খেলেন নি এই লেগ স্পিনার। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরেছেন তিনি। আর ফেরার ম্যাচে মাইলফলক স্পর্শ করেছেন রশিদ।
আয়ারল্যান্ডের বিপক্ষে শুক্রবার রাতে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫০তম উইকেটের দেখা পেয়েছেন রশিদ। ম্যাচে বল হাতে ৪ ওভারে ১৯ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। তবে তাকে ছাপিয়ে ম্যাচের নায়ক আরেক লেগ স্পিনার। আফগান মিডল অর্ডার গুঁড়িয়ে ২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা আইরিশ লেগ স্পিনার বেন হোয়াইট। ম্যাচও জিতেছে তাঁর দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৩৮ রানে হেরেছে আফগানরা।
শারজাহতে প্রথম টি-টোয়েন্টি জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে আইরিশরা। এদিকে ৩৫০ উইকেটের মধ্যে ৫ টেস্টে ৩৪ উইকেট নিয়েছেন রশিদ। ১০৩ ওয়ানডেতে নিয়েছেন ১৮৩ উইকেট ও ৮৩ টি–টোয়েন্টিতে শিকার ১৩৩ উইকেট। মাইলফলটিতে পৌঁছানোয় রশিদকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ একটি পোস্ট করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তারা লিখেছে, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫০ উইকেট নেওয়ায় রশিদ খানকে অভিনন্দন। আফগানিস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে মাইলফলটিতে পৌঁছালেন তিনি। শুভ প্রত্যাবর্তন!’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post