স্পোর্টস ডেস্কঃ গত আইপিএলে গুজরাট টাইটানসের হয়ে আইপিএলের প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাঁটুর লিগামেন্টে চোট পান কেন উইলিয়ামসন। এরপর অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। যে কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে তিনি। তাতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে তাঁর খেলাও পড়ে গেছে চরম অনিশ্চয়তায়।
তবে স্বস্তির খবর হলো দীর্ঘদিন পর অনুশীলনে ফিরেছেন উইলিয়ামসন। মঙ্গলবার ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘নেটে ফিরতে পেরে খুবই ভালো লাগছে। কিছু বলও খেলে দেখলাম।’
বিশ্বকাপ খেলার ইচ্ছে আছে উইলিয়ামসন। আসরের উদ্বোধনী ম্যাচের আগেই ফিট হয়ে উঠার সম্ভাবনা আছে তার। সেই প্রক্রিয়া মেনেই এগোচ্ছেন তিনি। এক সাক্ষাৎকারে উইলিয়ামসন বলেন, ‘এই মুহূর্তে সপ্তাহ থেকে সপ্তাহ ধরে এগোনোর খুব চেষ্টা করছি। এতো দীর্ঘ মেয়াদী ইনজুরিতে আগে কখনো পড়িনি। তবে অন্যদের সঙ্গে কথা বলে জেনেছি, যাত্রাটা দীর্ঘ হবে তাই খুব বেশি দূরে যদি তাকাই, তাহলে সম্ভবত এটি আমাকে কিছুটা তাড়া করবে।’
‘প্রতি সপ্তাহে ধরে এগোচ্ছি, ছোট ছোট ধাপগুলো পেরিয়ে যাচ্ছি, সেই ছোট্ট জয়গুলোই দারুণ অভিজ্ঞতা এনে দেয়। তবে এটাও জানি যে যাত্রাটা পুরোপুরি মসৃণ হবে না এবং সেই চলার পথে কিছুটা বাধা থাকবেই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post