নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হাইভোল্টেজ ম্যাচে লড়ছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাট করছে রংপুর। আর মিরপুরের হোম অব ক্রিকেটে আরও একবার ঝড় তুলেছেন রংপুরের ব্যাটার রনি তালুকদার।
এই ওপেনার এদিনও খেলেছেন ঝড়ো ইনিংস। তবে ফিফটি পূরণ করতে পারেননি প্রথম ম্যাচের মতো। এদিন ২৮ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪০ রানের ইনিংস খেলেছেন তিনি। স্ট্রাইক রেট ১৪২.৮৫। দল কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ায় স্ট্রাইক রেটেও ছাপ পড়েছে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলেছিলেন ৬৭ রানের ঝলমলে ইনিংস।
এদিকে রনির বিদায়ে চাপের মুখে পড়েছে রংপুর রাইডার্স। কেননা দলের স্কোরবোর্ডে রান থাকলেও, উইকেট হারিয়ে ফেলেছে ৫টি। এর মধ্যে ইনিংসের শুরুতে পাওয়ার প্লে’র মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে দলটি। সাকিব আল হাসানের শিকার হয়ে ইনিংসের একেবারে প্রথম বলে আউট হয়ে ‘গোল্ডেন ডাক’ মেরে ফিরেন নাইম শেখ।
এদিন টপ অর্ডারে ব্যাট করতে নামেন মেহেদী হাসান। তবে দলের ‘বাজির ঘোড়া’ হতে পারেননি। এবাদতের বলে বোল্ডআউট হয়ে ৭ বলে ১ বাউন্ডারিতে ৬ রানে ফিরে উল্টো চাপ বাড়িয়ে দেন। চারে নেমে সুবিধা করতে পারেননি ইনফর্ম সিকান্দার রাজা। ৭ বলে মাত্র ২ রান করা জিম্বাবুয়ের এই তারকাকে প্যাভিলিয়নে ফেরান চতুরঙ্গা ডি সিলভা। সেই চতুরঙ্গাই দলীয় ৭৬ রানে ফেরান রনিকে।
উইকেটে এসে সুবিধা করতে পারেননি অধিনায়ক নুরুল হাসান সোহান। দলীয় ৯৯ রানের মাথায় মেহেদী হাসান মিরাজের শিকারে পরিণত। এর আগে ১২ বলে ২ বাউন্ডারিতে ১২ রান করে যান।
দলীয় একশ পূরণের আগেই ৫ উইকেট হারিয়ে চাপে আছে রংপুর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলটির সবশেষ সংগ্রহ ১৩ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১০২ রান। দলকে টানছেন অভিজ্ঞ শোয়েব মালিক। তাঁকে সঙ্গ দিতে উইকেটে এসেছেন বেনি হাওয়েল। শোয়েব মালিক ১৯ বলে ২৫ ও বেনি হাওয়েল ১ বলে ১ রান করে অপরাজিত আছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post