নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফর্মের ধারা অব্যাহত রেখে চলেছেন এনামুল হক বিজয়। আবাহনী লিমিটেডের হয়ে ফের সেঞ্চুরি হাঁকিয়েছেন এই তারকা ওপেনার। ঢাকা লিওপার্ডসের বিপক্ষে খেলেছেন ১০৭ রানের ইনিংস। ১২৬ বলে ৭ বাউন্ডারি ও ৪ ছক্কায় সাজিয়েছেন নিজের ইনিংস।
আসরে এটি বিজয়ের দ্বিতীয় সেঞ্চুরি আর সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৭তম সেঞ্চুরি। এছাড়া ছয় ম্যাচ খেলে আসরে চতুর্থ পঞ্চাশোর্ধ ইনিংসের দেখা পেয়েছেন এই তারকা ব্যাটার। বিজয়ের সেঞ্চুরির দিনে বড় সংগ্রহ পেয়েছেন আবাহনী।
সাভারের বিকেএসপিতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৬ রানের পুঁজি পেয়েছে আবাহনী। ফিফটি হাঁকিয়েছেন আরেক ওপেনার নাঈম শেখ। তবে ধীর গতিতে ব্যাট করেছেন তিনি। ৮৫ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫৭ রান করেন এই বাঁহাতি ব্যাটার।
বিজয় ও নাঈম শেখ মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১৪৮ রানের। তবে সেই অনুযায়ী বড় রান করতে পারেনি আবাহনী। দলটির হয়ে এদিন একাদশে দেখা যায় আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে আসা জাকের আলি অনিককে। অবশ্য ব্যাট হাতে সাফল্য পাননি তিনি।
বড় রান পাননি আফিফ হোসেন ধ্রুবও। ২১ রান করেছেন কেবল। শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিনের ১৮ ও তানজিম হাসান সাকিবের ১৪ রানের দ্রুতগতির দুটি ইনিংসে দেড়শ পার করা চ্যালেঞ্জিং স্কোর পায় আবাহনী।
ঢাকা লিওপার্ডসের হয়ে দেলওয়ার হোসেন ৪৫ রান খরচায় ২টি উইকেট শিকার করেন।
জিততে হলে ঢাকা লিওপার্ডসকে করতে হবে এখন ২৬৭ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post