নিজস্ব প্রতিবেদকঃ টস জিতে ফিল্ডিং করতে নেমে ইনিংসের শুরুতেই আফগানিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ দল। একেবারে প্রথম ওভারেই রহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তাসকিন আহমেদ।
ওভারের পঞ্চম বলে তাসকিনকে উড়িয়ে মারার চেষ্টা করেন গুরবাজ। কিন্তু সেটি সরাসরি উপরে ওঠে যায়। নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে উইকেটের দেখা পান তাসকিন। ঠিক আগের বলেই ব্যাটার কানায় লেগে থার্ড ম্যান অঞ্চল দিয়ে তাসকিনকে ছয় হাঁকান গুরবাজ। বাংলাদেশের স্পিড স্টার সেটিরই প্রতিশোধ নিয়েছেন যেন। গুরবাজ আউট হন ৫ বলে ৮ রান করে।
এই উইকেটের মধ্য দিয়ে নতুন মাইলফলকেও নাম লেখান বাংলাদেশ পেসার। তাসকিনের এটি টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫০তম উইকেট। টাইগারদের তৃতীয় বোলার ও দ্বিতীয় পেসার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
এবার ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভার করতে এসে আরও এক উইকেট তুলে নিয়েছেন টাইগার পেসার। ওভারের চতুর্থ বলে গুড লেন্থ ডেলিভারি খোচা দিয়ে থার্ড ম্যান অঞ্চলে খেলতে চান হযরতউল্লাহ জাজাই। তবে এই বাঁহাতি ওপেনারের ব্যাটের কানায় লেগে উইকেটের পেছনে থাকা লিটন দাসের হাতে ক্যাচ ওঠে যায়। আর এতেই উচ্ছাসে মাতে পুরো বাংলাদেশ দল।
এক বাউন্ডারিতে ৫ বলে ৪ রান করা জাজাই প্যাভিলিয়নের পথ ধরেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সবশেষ সংগ্রহ ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ২১ রান। উইকেটে আসা নতুন দুই ব্যাটারের মধ্যে মোহাম্মদ নবি ২ ও ইব্রাহিম জাদরান ৩ রান করে অপরাজিত আছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা