স্পোর্টস ডেস্কঃ টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে পাঁচ ম্যাচে বাংলাদেশ এইচপি দল দেখল তৃতীয় পরাজয়। শুক্রবার নিজেদের পঞ্চম ম্যাচে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে স্কোর বোর্ডে ১৪১ রান তুলেছিল বাংলাদেশ এইচপি। লক্ষ্য তাড়া করতে নেমে সহজ জয় পেয়েছে মোহাম্মদ হারিসের নেতৃত্বাধীন পাকিস্তান।
ডারউইনের টিআইও স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মাহফুজুর রহমান রাব্বি ও শামিম হোসেনের ব্যাটে ১৪১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। রাব্বি ৩২ বলে করেন ৪১ রান। শামিমের ব্যাট থেকে ৩৮ বলে আসে ৪৪ রান। বাকিদের মধ্যে পারভেজ হোসেন ইমন ২৭ ও তানজিদ হাসান ১৮ রান করেন। পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন ফয়সাল আকরাম। একটি করে উইকেট পান আব্বাস আফ্রিদি ও মুবাসির খান।
জবাব দিতে নেমে দুর্দান্ত শুরু করে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৪৭ রান তোলে তারা। অধিনায়ক মোহাম্মদ হারিসকে (১৮ বলে ৩২) রানআউট করে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন তানজিদ তামিম ও উইকেটরক্ষক আকবর আলী। দ্রুতই আরও দুটি উইকেটের পতন ঘ্টায় বাংলাদেশের বোলাররা। চতুর্থ উইকেটে আবার ৪৬ রানের জুটি করে পাকিস্তান। ২৯ বলে ৩৭ রান করে উমায়ের ইউসুফ রানআউট হলে জুটি ভাঙে। তার সঙ্গে থাকা উসমান খানকে ১৯ রানে ফেরান মাহফুজুর রহমান রাব্বি। এরপর ইরফান খান ও জাহানদাদ খানের ২০ রানের জুটিতে জয় পায় পাকিস্তান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০