স্পোর্টস ডেস্কঃ লা লিগায় ওসাসুনার মাঠে বড় পরীক্ষা দিতে হয়েছে বার্সেলোনাকে। যদিও শেষ মুহূর্তের পাওয়া গোলে জয় পেয়েছে তারা। রোববার রাতের ম্যাচে শুরুতে জুলস কুন্দের গোলে এগিয়ে গিয়েও সেই লিড ধরে রাখতে পারেনি জাভি হার্ন্দান্দেজের দল। তবে ম্যাচের শেষ দিকে পেনাল্টিতে বার্সাকে পূর্ণ ৩ পয়েন্ট এনে দিয়েছেন রবার্ত লেভানডফস্কি।
এই ম্যাচ দিয়ে দুই পর্তুগিজ তারকা জোয়াও কানসেলো এবং জোয়াও ফেলিক্সের অভিষেক হয়েছে বার্সার জার্সিতে। বদলি হিসেবে মাঠ নামেন দুজনই। তাদেরকে নিয়ে বার্সেলোনা কোচ বলেছেন, ‘দুজনেরই মানসিকতা আমার খুব ভালো লেগেছে। ফেলিক্স আমাদের অনেক কিছু দিতে পারে। তবে সেই মানসিকতা নিয়ে সে দলে এসেছে, সেটাকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব।’
এদিকে ওসাসুনা ম্যাচে লামিন ইয়ামালের কাছ থেকে সেরাটা পান নি জাভি। ডিফেন্ডার বালদেও নিজের ছায়া হয়ে ছিলেন। জাভি বলেন, ‘আমরা ওয়ান অন ওয়ানে লামিনে এবং বালদের নৈপুণ্য মিস করেছি। যখন বল আমাদের দখলে ছিল, আমাদের সৃষ্টিশীলতার অভাব ছিল। তবে এই স্টেডিয়ামে সব দলের জন্য কাজটা কঠিন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post