স্পোর্টস ডেস্কঃ ফ্রান্সের বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন ক্রিস্তোফার এনকুনু। বিশ্বকাপ শুরুর আগে দলীয় অনুশীলনে চোট পেয়েছেন এই ফরোয়ার্ড। ফ্রান্স ফুটবল তার ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে। এর আগে ফরাসীরা হারিয়েছে প্রেসনেল কিম্পেম্বেকে। স্কোয়াডে চোটের কারণে ছিলেন না মূল ভরসা পল পগবা ও এনগেলো কন্তে।
এনকুনুর চোটে ফ্রান্সের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড রান্দাল কোলো মুয়ামি। দেশের হয়ে মাত্র ২টি ম্যাচ খেলেছেন তিনি। জার্মান বুন্দেসলিগায় দারুণ ছন্দে আছেন এই ফরোয়ার্ড। অ্যাইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের হয়ে চলমান মৌসুমে ২৩ ম্যাচে ৮ গোল করেছেন তিনি। ১১টি অ্যাসিস্টও আছে তার।
মুয়ানির দলে অন্তর্ভুক্তি নিয়ে এক বিবৃতিতে ফ্রেঞ্চ ফেডারেশন জানিয়েছে, ‘বর্তমানে ফ্রাঙ্কফুর্ট ক্লাবের সঙ্গে জাপানে রয়েছেন মুয়ানি। বৃহস্পতিবার দোহায় জাতীয় দলের সাথে যোগ দিবেন তিনি।’
আগামী ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ফ্রান্স। ‘ডি’ গ্রুপের বাকি দুই দল ডেনমার্ক ও তিউনিসিয়া। আসর শুরুর আগে একাধিক ফুটবলার হারানো ফ্রান্সের জন্য বড় ধাক্কা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০