স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স চূড়ান্ত দল ঘোষণা করল। বুধবার রাতে ২৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে গুরুত্বপূর্ণ বেশকিছু খেলোয়াড়। তবে চলতি সময়ের সেরা খেলোয়াড়দেরই দলে রেখেছেন ফরাসি কোচ।
দলে অনুমিতভাবে জায়গা পেয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা তিন ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদে খেলা করিম বেনজেমা, পিএসজির কিলিয়ান এমবাপে ও বার্সেলোনার উসমান দেম্বেলে। সঙ্গে আছেন অ্যাথলেটিকো মাদ্রিদের অ্যান্তোনি গ্রিজম্যান। ইনজুরিতে থাকলেও ম্যানচেস্টার ইউনাইটেডের রাফায়েল ভারানে এবং পিএসজির পিসনেল কিম্পেম্বে ২৬ জনের দলে আছেন।
পল পগবা ও এনগোলো কন্তে ইনজুরির কারণে জায়গা পাননি দলে। তবে ৯ মাস দলের বাইরে থাকা অভিজ্ঞ স্ট্রাইকার অলিভিয়ে জিরুদের ওপর আস্থা রেখেছেন কোচ। চলতি মৌসুমে এসি মিলানের হয়ে ভালো ফর্মে আছেন তিনি। ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা থিয়েরি অঁরির ৫১ গোলের রেকর্ড ছোঁয়া থেকে দুই গোল কম নিয়ে দুইয়ে আছেন জিরুদ।
ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: আলফোন্সে আরিওলা, হুগো লরিস, স্টিভ মান্দানা।
ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, প্রেসনেল কিম্পেম্বে, ইব্রাহিমা কোনাতে, জুলেস কোন্দে, বেঞ্জামিন পাভার্ড, উইলিয়াম সালিবা, ডায়োট উপামেকানো, রাফায়েল ভারানে।
মিডফিল্ডার: এডুয়ার্ডো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাত্তেও গুয়েন্দোজি, আদ্রিয়েন র্যাবিওট, অরেলিয়েন টিশোমেনি, জর্ডান ভেরেটোট।
ফরোয়ার্ড: করিম বেনজেমা, কিংসলে কোম্যান, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরুদ, আন্তোয়ান গ্রিয়েজম্যান, কিলিয়ান এমবাপ্পে, ক্রিস্টোফার এনকুনকু।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০