ফ্রান্সের সেই গুস্তাভের আরেক বিশ্ব রেকর্ড

0
15

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে বিশ্বরেকর্ড গড়েন ফরাসি ব্যাটার গুস্তাভ ম্যাকেওন। ফিনল্যান্ডে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ারে হলো এই বিশ্ব রেকর্ড। গত সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে এই রেকর্ডের দিনে অবশ্য গুস্তাভের দল ফ্রান্স ম্যাচটি হেরেছিল ১ উইকেটে।

ভান্টায় সোমবার ১৮ বছর ও ২৮০ দিন বয়সী গুস্তাভ সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন। ৯ ছক্কা ও ৫ চারে ৬১ বলে ১০৯ রানের ইনিংস খেলেন ফ্রান্সের এই ওপেনার। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০ বছর ৩৩৭ দিন বয়সে শতক তুলে নিয়েছিলেন আফগানিস্তানের ওপেনার হজরতউল্লাহ জাজাই।

রেকর্ড বইয়ে নাম লেখানো যেন গুস্তাভের কাছে খুবই সহজ! এবার নরওয়ের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ফের সেঞ্চুরি করলেন তিনি। অর্থাৎ, টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সাব-রিজিওনাল ইউরোপীয়ান কোয়ালিফায়ারের পরপর ২টি ম্যাচে সেঞ্চুরি করলেন গুস্তাভ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তিনিই একমাত্র ক্রিকেটার, যিনি পরপর ২টি ম্যাচে সেঞ্চুরির রেকর্ড গড়লেন। বিশ্বের আর কোনো ক্রিকেটারের এমন কৃতিত্ব নেই।

নরওয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ফ্রান্স ৭ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে। গুস্তাভের শতরান ছাড়া দু’অঙ্কের রান করেছেন কেবল নোমান আমজাদ (১০), লিঙ্গেশ্বরন (১৫) ও রহমতউল্লাহ (১৪)। ২টি করে উইকেট নেন আহমেদউল্লাহ শিনওয়ারি, উসমান আরিফ ও কামার মুস্তাক। জবাবে ব্যাট করতে নেমে নরওয়ে ১৯.২ ওভারে ১৪৭ রানে অল-আউট হয়ে যায়। ১১ রানে ম্যাচ জেতে ফ্রান্স। কুরুগে ৪৫, আনসার ইকবাল ২৮, মোহাম্মদ বাট ২৪ ও উসমান আরিফ ২৬ রান করেন। ব্যাট হাতে রেকর্ড গড়া গুস্তাভ উইকেট পান ৩টি। জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here