স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনা ছেড়ে ২০২১ সালের আগস্টে পিএসজিতে যাওয়া লিওনেল মেসি যোগ দিয়েছেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে। ফ্রেঞ্চ ক্লাব পিএসজির সাথে দুই বছরের চুক্তি আর বাড়াননি বিশ্বকাপজয়ী মেসি।
এদিকে এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছিলেন, প্যারিসের দিনগুলো সুখের ছিল না তাঁর। একদিকে নতুন দেশ, নতুন সংস্কৃতি, সঙ্গে ক্লাব সমর্থকদের দুয়ো। ভালো লাগছিল না ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডের। তাই নতুন করে আর থাকতে চান নি পিএসজিতে।
মেসির পিএসজি ছাড়ার বিষয়ে এবার মুখ খুললেন তাঁর ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপে। ফরাসী এই তারকা জানান, পিএসজিতে প্রাপ্য সম্মান পান নি মেসি। ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তকে সাক্ষাৎকারে এমনটাই বলেছেন এমবাপে।
সাক্ষাৎকারে এমবাপে বলেন, ‘সে (মেসি) ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন। তাঁর মতো কারোর চলে যাওয়া দলের জন্য ভালো খবর নয়। আমি ঠিক বুঝতে পারছি না তার চলে যাওয়ায় কেন এত লোক খুব খুশি হয়েছে। ফ্রান্সে প্রাপ্য সম্মানটা সে পায়নি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post