ফ্রান্স-আর্জেন্টিনাসহ বিশ্বকাপে যাদের ম্যাচ আছে আজ

0
58
ছবিঃ রয়টার্স

স্পোর্টস ডেস্কঃ চলছে কাতার বিশ্বকাপ। প্রতিদিনই মাঠে নামছে বড় দলগুলো। এছাড়া প্রতিদিনই থাকছে ৪টি করে ম্যাচ। বিশ্বকাপে আজও থাকছে ৪টি ম্যাচ। মাঠে নামছে দুই বড় দল ফ্রান্স ও আর্জেন্টিনা। আছে রবার্ট লেভানডফস্কির পোল্যান্ডের ম্যাচও। সব মিলিয়ে ৮টি দল মাঠে নামছে।

সবগুলো দলই নিজেদের দ্বিতীয় ম্যাচগুলোতে আজ মাঠে নামছে। ‘সি’ ও ‘ডি’ গ্রুপের সব দলই মাঠে নামতে যাচ্ছে। এর মধ্যে দুটি জমজমাট ম্যাচ হলো ফ্রান্স-ডেনমার্ক ও আর্জেন্টিনা-মেক্সিকোর লড়াই। যথাক্রমে বিকাল ৪টা, সন্ধ্যা ৭টা, রাত ১০টা ও দিবাগত রাত ১টায় চারটি ম্যাচ শুরু হবে।

গ্রুপ ‘ডি’- তিউনিসিয়া বনাম অস্ট্রেলিয়া (বিকাল ৪টা, আল জানুব স্টেডিয়াম)।
গ্রুপ ‘সি’- পোল্যান্ড বনাম সৌদি আরব (সন্ধ্যা ৭টা, এডুকেশন সিটি স্টেডিয়াম)।
গ্রুপ ‘ডি’- ফ্রান্স বনাম ডেনমার্ক (রাত ১০টা, স্টেডিয়াম ৯৭৪)।
গ্রুপ ‘সি – আর্জেন্টিনা বনাম মেক্সিকো (রাত ১টা, লুসাইল আইকনিক স্টেডিয়াম )।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here