‘ফ্রি টিকিট’ দিয়েও দর্শক মাঠে আনতে পারে নি ভারত!

0
23

স্পোর্টস ডেস্কঃ মাঠে গড়াল বহুল প্রতীক্ষিত ওয়ানডে বিশ্বকাপ। বৃহস্পতিবার ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হলো বিশ্বকাপের ১৩তম আসরের। তবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনেকটা ‘ফাঁকা’ মাঠের সাক্ষী হয়েছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। দর্শক হাতেগোনা!

জানা গেছে, ইংল্যান্ড-নিউজিল্যান্ড বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের সব টিকিট বিক্রি হয়নি। আর তাইতো দর্শক ভর্তি করতে ৩০ থেকে ৪০ হাজার নারী দর্শককে হাজির করার কথা জানায় সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সদস্য সংবাদমাধ্যমকে জানান, ‘অন্যরা খেলা দেখানোর জন্য স্কুলের বাচ্চাদের নিয়ে আসে। তাতে গ্যালারি ভরার পাশাপাশি একটা উৎসবের আমেজ থাকে। তবে, আমরা নারী দর্শকদের জন্য ফ্রি টিকিট দিয়েছি।’

এদিকে ফ্রি টিকিটেও দর্শক মাঠে টানতে পারে নি বিসিসিআই। প্রায় ১ লাখ ৩২ হাজার দর্শক বসে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারে। অথচ ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ শুরুর সময় গ্যালারিতে দর্শক ছিল চার-পাঁচ হাজারের মতো। পরে অবশ্য দর্শক কিছুটা বাড়ে। কিন্তু সেভাবে নয়। তাই পাকিস্তানি সমর্থকরা এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরস করছেন।

ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্রর শেবাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক টানা প্রসঙ্গে বলেন, ‘আশা করি অফিস শেষ হওয়ার পর কিছু দর্শক মাঠে আসবেন। তবে ভারতের ম্যাচের জন্য স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য ফ্রি টিকিটের ব্যবস্থা করা উচিত। যেহেতু ৫০ ওভারের ক্রিকেটের প্রতি আগ্রহ কমার দিকে, এই উদ্যোগ নিলে তরুণেরা বিশ্বকাপের অভিজ্ঞতা নিতে পারবে এবং খেলোয়াড়েরাও ভরা স্টেডিয়ামের সামনে খেলতে পারবে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here