স্পোর্টস ডেস্কঃ প্যারিসের রোলা গাঁরোয় অনুষ্ঠিত ফেঞ্চ ওপেনের ফাইনালে সরাসরি ৩-০ সেটে কাসপার রুডকে হারিয়ে শিরোপা জিতেছেন রাফায়েল নাদাল। ৩৬ বছর বয়সী স্প্যানিশ তারকা প্রথম সেটে ৬-৩ ব্যবধানে জেতার পর, একই ব্যবধানে দ্বিতীয় সেটেও জেতেন। এরপর তৃতীয় সেটে ৬-০ ব্যবধানে ২৩ বছর বয়সী রুডকে গুঁড়িয়ে দেন নাদাল।
নাদাল সদ্য প্রকাশিত এটিপি বিশ্ব র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন। এদিকে তার কাছে ফাইনালে পরাজিত রুডেরও অবস্থানের উন্নতি হয়েছে। নরওয়ের এই তারকা দুই ধাপ উন্নতি হয়ে র্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে উঠে এসেছেন।
কোয়ার্টার ফাইনালে পরাজিত সার্বিয়ান নোভাক জকোভিচ ডানিল মেদভেদেভের থেকে এগিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি ধরে রেখেছেন। তৃতীয় স্থানে রয়েছেন জার্মানীর আলেক্সান্দার জেভরেভ।
এটিপি শীর্ষ ১০ বিশ্ব র্যাঙ্কিং-
নোভাক জকোভিচ সার্বিয়া ৮৭৭০
ডানিল মেদভেদেভ রাশিয়া ৮১৬০
আলেক্সান্দার জেভরেভ জার্মানী ৭৭৯৫
রাফায়েল নাদাল স্পেন ৭৫২৫
স্টিফানোস টিসিতসিপাস গ্রীস ৬১০০
কাসপার রুড নরওয়ে ৫০৫০
কার্লোস আলকারাজ স্পেন ৫০০৫
আন্দ্রে রুবলেভ রাশিয়া ৪২৬০
ফেলিক্স অগার-আলিয়ামিসে কানাডা ৩৯৫৫
মারিও বেরাত্তিনি ইতালি ৩৮০৫
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০