স্পোর্টস ডেস্কঃ পবিত্র রমজানে ইফতারের সময় খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ প্রিমিয়ার কর্তৃপক্ষ। যাতে মুসলিম খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা সময় নিয়ে ইফতার করতে পারেন। কিন্তু ফ্রেঞ্চ লিগ ওয়ানে ‘নিষিদ্ধ’ করা হয়েছে ইফতারের বিরতি!
রোজা ভাঙ্গার জন্য কোনো ম্যাচ সাময়িক বন্ধ না রাখতে নির্দেশ দিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে বলা হয়েছে, ইফতারের কারণে বেশ কিছু ম্যাচে ব্যাঘাত ঘটেছে। ইফতারের বিরতি না দেওয়া প্রসঙ্গটি নিশ্চিত করেছেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের ফেডারেল রেফারি কমিশনের প্রধান এরিক বোর্গিনি।
এদিকে গত ২৬ মার্চ লন্ডনের স্টেডিয়াম স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির আয়োজনে এক চমৎকার ইফতারের আয়োজন করা হয়। প্রিমিয়ার লিগের ইতিহাসে এবারই প্রথম স্টেডিয়ামে উন্মুক্ত ইফতার আয়োজন করা হয়।ইফতার ঘিরে সেখানে আজান ও মাগরিবের নামাজও অনুষ্ঠিত হয়। যার কারণে মুসলিম বিশ্বে বেশ প্রশংসা হয় চেলসিকে নিয়ে।
চেলসির পাশাপাশি ব্রাইটন হোভ অ্যান্ড অ্যালবিয়নের মাঠেও ইফতার আয়োজন হয়েছে। তবে ব্যতিক্রম ফ্রেঞ্চ লিগ ওয়ান কর্তৃপক্ষ। ইফতার বিরতি না দেওয়া প্রসঙ্গে ফ্রান্স ফুটবল ফেডারেশনের ফেডারেল রেফারি কমিশনের প্রধান এরিক বোর্গিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে সবকিছুর জন্য নির্ধারিত সময় রয়েছে। ক্রীড়ার জন্য সময় বেঁধে দেয়া হয়েছে, সকলের জন্য নিজ নিজ ধর্ম পালনের সময়ও রয়েছে।’
এ বিষয়ে নিসের কোচ দিদিয়ের দিগার্ড বলেছেন ফ্রান্সের উচিৎ এ সময় কিছুক্ষণের জন্য বিরতি দেয়া। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে হয়তো কেউ চিন্তা করছে না। কারণ আমরা মুসলিম দেশ নই। যে দেশে তুমি আছো সেই দেশের রীতি-রেওয়াজ তোমাকে মানতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০