স্পোর্টস ডেস্কঃ অক্টোবর-নভেম্বরে ভারতে বিশ্বকাপ খেলে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন কুইন্টন ডি কক। এর আগে ২০২১ সালের শেষদিকে টেস্ট থেকে অবসরে যান এই বাঁহাতি ব্যাটার। ফ্র্যাঞ্চাইজি লিগে সময় দিতেই মূলত ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম।
ডি কক দক্ষিণ আফ্রিকার হয়ে ১৪০ ওয়ানডে খেলেছেন। ৪৪ গড়ে প্রায় ৬ হাজার রান করেছেন। ওয়ানডে ফরম্যাটে ১৭টি সেঞ্চুরি করেছেন এই বাঁ-হাতি ব্যাটার। ২০১৩ সালে ওয়ানডে অভিষেক তার, মাত্র ১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে ৩০ বছর বয়সে ওয়ানডে ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি। এর আগে টেস্ট থেকে অবসর প্রসঙ্গে বলেছিলেন পরিবারকে সময় দিতেই এমন সিদ্ধান্ত।
এদিকে ডি ককের অবসর প্রসঙ্গে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পরিচালক এনখ এনকোয়ে বলেন, ‘কুইন্টন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের একজন সেবক। অনেক বছর ধরে সে প্রোটিয়া স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ছিল। সে তার আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে একটা মানদণ্ড তৈরি করেছিল। আমরা তার ওয়ানডে ছাড়ার সিদ্ধান্ত মেনে নিয়েছি। এত বছর ধরে সার্ভিসের জন্য ডি কককে ধন্যবাদ জানাই। তার ভবিষ্যতের জন্য শুভকামনা, তবে এখনো তাকে প্রোটিয়া জার্সিতে টি-টোয়েন্টিতে দেখতে মুখিয়ে আছি।’
উল্লেখ্য, চলতি বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার কথা দক্ষিণ আফ্রিকার। নিজেদের মাঠে তারা ভারতকে স্বাগত জানাবে। সিরিজ শুরু ১০ ডিসেম্বর, শেষ ২১ ডিসেম্বর। আর অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ হবে ১০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি। গুঞ্জন আছে বিগ ব্যাশে খেলতেই ওয়ানডেকে বিদায় বলেছেন ডি কক। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ ছাড়াও এই ওপেনার নিয়মিত খেলেন আইপিএল-সিপিএলের মতো টুর্নামেন্টগুলো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post