স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজের উইকেটরক্ষক ব্যাটার ডেভন থমাসকে সাময়িক নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে দুর্নীতি বিরোধী আইনের ৭টি ধারা ভাঙার অভিযোগ উঠেছে ক্যারিবিয়ান এই ক্রিকেটারের বিরুদ্ধে।
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা মঙ্গলবার বিবৃতি দিয়ে জানায়, লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শ্রীলঙ্কা ক্রিকেটের চারটি, আবু ধাবি টি-টেন লিগে আমিরাত ক্রিকেট বোর্ডের একটি ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দুটি ধারা ভেঙেছেন থমাস। তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগের জবাব দিতে ১৪ দিনের মধ্যে দিতে বলা হয়েছে।
২০২১-২২ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সানরাইজার্সের হয়ে খেলেছেন থমাস। যদিও তার দুর্নীতির সঙ্গে বিপিএলের কোনো সম্পৃক্ততা নেই। আইসিসি তাদের বিবৃতিতে বলেছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, এমিরেটস ক্রিকেট বোর্ড ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পক্ষ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাবের প্রেক্ষিতে যথাযথ তথ্য না দেওয়ায় এবং তদন্তে সহায়তা না করায় ডেভন থমাসকে সাময়িক নিষিদ্ধ করা হচ্ছে।’
২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে থমাসের অভিষেক। উইন্ডিজের হয়ে ২১ ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি খেলতে পেরেছেন তিনি। তার টেস্ট অভিষেক হয় গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেইডে। সেটিই তার ক্যারিয়ারের একমাত্র টেস্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post