ফ্লিকের জায়গায় জার্মানির কোচের দায়িত্বে ন্যাগেলসম্যান

0
462

স্পোর্টস ডেস্কঃ জার্মানি জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পেয়েছেন বায়ার্ন মিউনিখের সাবেক কোচ জুলিয়ান ন্যাগেলসম্যান। হ্যান্সি ফ্লিকের জায়গায় তাকে নিয়োগ দিয়েছে জার্মান ফুটবল ফেডারেশন। সবচেয়ে কম বয়সী কোচ হিসেবে দায়িত্ব পেলেন ন্যাগেলসম্যান।

মাত্র ২০ বছর বয়সে কোচিং ক্যারিয়ার শুরু করেন ন্যাগেলসম্যান। এফসি অগসবার্গে ফুটবল ক্যারিয়র শুরু করলেও মাত্র ১৯ বছর বয়সেই ইনজুরিতে ক্যারিয়ার শেষ হয়ে যায়। ২০১০ সালে তিনি হফেনহেইমের একাডেমি কোচ হিসেবে দায়িত্ব শুরু করেন। এরপর আরবি লাইপজিগে দায়িত্ব পালন করেন দুই মৌসুম।

বায়ার্ন মিউনিখের সাবেক কোচ ন্যাগেলসম্যানের সঙ্গে জার্মান ফুটবল ফেডারেশনের চুক্তি আগামী বছরের জুলাই পর্যন্ত। এর মানে ২০২৪ সালের ইউরোর পর ৩৬ বছর বয়সী এই কোচ জার্মানি দল ছাড়তে পারবেন।আগামী বছর ঘরের মাটিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে জার্মানি।

২০১৮ বিশ্বকাপের প্রথমবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর থেকে উল্টোরথে চারবারের চ্যাম্পিয়নরা। ২০২২ বিশ্বকাপেও নকআউট পর্বে খেলা হয়নি তাদের। তবে এবার বড় শিরোপায় চোখ ন্যাগেলসম্যানের।জার্মানির কোচ হওয়ার পর এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘দেশের মাটিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আছে আমাদের। এটা বিশেষ কিছু। এ চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছা আমার আছে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here