কাইয়ুম আল রনি: দেশের কিশোর ফুটবলারদের প্রথম শিরোপা এনে দেওয়া সিলেটের সুনামগঞ্জের গোলরক্ষক ফয়সল ফুটবল ছেড়ে চাকরি নিয়ে চলে যাওয়াতে চলছে আলোচনা-সমালোচনা। গতকাল রোববার ১৩ নভেম্বর রাতে এসএনপিস্পোর্টসে প্রথম সংবাদ প্রকাশের পরই বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। সংবাদ প্রকাশ করে অন্যান্য গণমাধ্যম-টিভি চ্যানেল।
ফুটবল সংগঠকদের ব্যর্থতায় একটি উজ্জ্বল ফুটবল নক্ষত্রকে হারাতে চলেছে দেশের ফুটবল। সাফ জয়ের নায়ক ফয়সল ফুটবল ছেড়ে পুলিশের চাকরিতে চলে গেছেন। এমন পরিস্থিতিতে কি বলছেন তার উত্থানের গুরুরা?
বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ ফুটবল দল দিয়েই ফয়সলের উত্থান শুরু হয়ে ছিলো। অনুর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশের ফুটবলকে তাক লাগিয়ে দিয়ে ছিলো কিশোররা। ফাইনালে টাইব্রেকারে ভারতের শেষ শট আটকে দিয়ে ছিলেন ফয়সল।
দলটির কোচ ছিলেন জাতীয় দলের সাবেক সহকারী কোচ, জাতীয় ফুটবল কোচ সৈয়দ গোলাম জিলানী। তার অধীনেই অনুর্ধ্ব-১৬তে চ্যাম্পিয়ন হয়ে ছিলো ফয়সলরা।
ফয়সলের এমন চলে যাওয়াতে কি বলছেন তিনি? তা জানতেই এসএনপিস্পোর্টস আজ সোমবার সকালে যোগাযোগ করেছিলো সৈয়দ গোলাম জিলানীর সঙ্গে। ব্যথিত গোলাম জিলানী বাফুফের বড় কর্তাদের ভয়ে কিছু বলতে চাচ্ছিলেন না।
তবে তিনি মর্মাহত জানিয়ে বলেন, এসএনপিস্পোর্ট২৪ডটকমে সংবাদটি পড়ে আমি খুবই মর্মাহত হয়েছি। ফয়সল আমার দেখা সেরা একজন গোলরক্ষক। পরিচর্যার অভাবে উজ্জ্বল একটি ফুটবল প্রতিভা নিভে যাচ্ছে, দেশের ফুটবলের জন্য এর চেয়ে বড় দুঃখের আর কি হতে পারে প্রশ্ন করে তিনি বিলেন, খুবই খারাপ লাগছে ছেলেটার জন্য।
অসাধারণ প্রতিভাবান ফুটবলার ফয়সল উল্লেখ করে তিনি বলেন, দেশের ফুটবলের জন্যই তাকে ঠিকমত পরিচর্যা করে গড়ে তুলা উচিত ছিলো। এমন প্রতিভা বার বার আসবে না।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০