স্পোর্টস ডেস্কঃ বঙ্গবন্ধু কাবাডিতে নেপালকে হারিয়ে গ্রুপ সেরা হলো বাংলাদেশ। এ নিয়ে খেলা পাঁচ ম্যাচের সবগুলোতেই জিতল মোহাম্মদ জলিলের দল। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুক্রবার নেপালকে ৪৬-৩১ পয়েন্টে হারিয়ে গ্রুপ সেরা হয় টাইগাররা।
ম্যাচ শেষে সেরার পুরস্কার জেতা মিজানুর রহমান বলেন, ‘প্রথমার্ধে আমাদের পারফরম্যান্স একটু খারাপ হয়েছিল। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, পরবর্তীতে আমরা সেগুলো শুধরে নিয়েছি, সবাই ভালো খেলেছি, ইনশাল্লাহ জিতেও গেছি। (দর্শকদের উদ্দেশে) সবাইকে ধন্যবাদ, আপনারা আমাদের পাশে থাকবেন, ইনশাল্লাহ বাংলাদেশকে ট্রফি উপহার দেব আমরা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post