স্পোর্টস ডেস্ক:: বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের কাছে খুব একটা পরিচিত নয় দেশের ক্রীড়াঙ্গনের ঐতিহাসিক কেন্দ্রবিন্দু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। মিরপুরে বেড়ে উঠা ক্রিকেটারদের যেতে হয়নি বঙ্গবন্ধু স্টেডিয়ামে। যেখানে এক সময় রচিত হয়েছিলো বাংলার ক্রীড়াঙ্গনের নানা ইতিহাস।
এবার সেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে যাচ্ছেন দেশের ক্রিকেটাররা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ঐতিহাসিক অ্যাথলেটিক্স ট্র্যাকে দৌড়াতে হবে তাদেরকেও। নাজমুল হোসেন শান্তর দলের বিশেষ রানিং সেশনের আয়োজন করা হয়েছে স্টেডিয়ামটিতে।
শনিবার ভোরেরই বঙ্গবন্ধু স্টেডিয়ামে ছুটবেন জাতীয় দলের ক্রিকেটাররা। সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে তাদের ফিটনেস টেস্ট হবে অ্যাথলেটিক্স ট্র্যাকে এক বিশেষ রানিংয়ে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, প্রচন্ড গরমের মধ্যে ফিটনেস টেস্টে যাতে ক্রিকেটারদের কষ্ট না হয় সেজন্য সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।
জাতীয় দলের নতুন অস্ট্রেলিয়ান স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ নাথান কেইলির পরামর্শ ও উদ্যোগে এই বিশেষ রানিং টেস্টের আয়োজন করেছে ক্রিকেট বোর্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post