বড়সড় শাস্তির মুখে রানা

0
68

স্পোর্টস ডেস্কঃ পাঞ্জাব কিংসের বিপক্ষে সোমবার ৫ উইকেটে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। এ জয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল নিতিশ রানার দল। ঝড়ো ব্যাটিং করে জয়ের ভিত গড়ে দেন আন্দ্রে রাসেল। শেষ বলে চার হাঁকিয়ে চলতি আসরে কলকাতার পঞ্চম জয় নিশ্চিত করেন রিংকু সিং।

কলকাতা জিতলেও বড়সড় শাস্তির মুখে পড়লেন অধিনায়ক নিতিশ রানা। আইপিএলের নিয়ম ভাঙায় জরিমানা করা হয়েছে বাঁহাতি এই ব্যাটারকে। স্লো ওভার রেটের জন্য ম্যাচ ফির ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে। এক বিবৃতিতে আইপিএলের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস ম্যাচে স্লো ওভার রেটের জন্য অধিনায়ক রানার ম্যাচ ফির ১২ লক্ষ টাকা জরিমানা করা হলো। যেহেতু তিনি এই প্রথমবার নিয়ম লঙ্ঘন করেছেন, তাই তাকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হলো।’

ইডেন গার্ডেন্সে টস হেরে আগে ব্যাট করে ১৭৯ রান করে পাঞ্জাব। ১৮০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে ১৫ রান করে নাথান এলিসের বলে আউট হয়ে যান রহমানউল্লাহ গুরবাজ। আরেক ওপেনার জেসন রয় ৩৮ রানে আউট হন। ২৪ বলে ৮ চার হাঁকান এই ইংলিশ ব্যাটার। ভেঙ্কটেশ আইয়ার দ্রুত ফিরে যান। মাত্র ১১ রান করে  আউট হন তিনি।

অধিনায়ক রানা ৩৮ বলে ৫১ রান করেন। ৬ চার ও ১ ছক্কা ছিল তাঁর ইনিংসে। রানা ফিরলেও ব্যাট হাতে বিধ্বংসী হয়ে ওঠেন রাসেল। মাত্র ২৩ বলে ৩টি করে ছক্কা ও চারে ৪২ রানের ইনিংস খেলেন এই ক্যারিবিয়ান। তাঁর এই ইনিংসেই জয়ের ভিত পেয়ে যায় কলকাতা। শেষদিকে দারুণ ব্যাট করেন রিংকু। ১০ বলে ২ চার ও ১ ছক্কায় ২১ রান করেন তিনি।

শেষদিকে কলকাতার প্রয়োজন হয় ৬ বলে ৬ রান। পাঞ্জাব কিংসের পেসার আর্শদীপ সিং। প্রথম চার বলে দিয়েছিলেন ৪ রান। পঞ্চম বলে রাসেল আউট হলে কলকাতার জয় পাওয়া নিয়ে শঙ্কা জাগে। অবশ্য শেষ বলে ফাইন লেগে সুইপ করে কলকাতাকে জিতিয়ে মাঠ ছাড়েন রিংকু। লেগ সাইটে লো ফুলটস ডেলিভারি দেন আর্শদীপ। অনায়াসে সেটি বাউন্ডারি ছাড়া করেন বাঁহাতি এই ব্যাটার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here