নিজস্ব প্রতিবেদকঃ ওয়ানডে বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার করল অস্ট্রেলিয়া। এবারের আসরে স্বাগতিক ভারতকে কাঁদিয়েছে অজিরা। রোববার আহমেদাবাদের ফাইনালে তারা ম্যাচ জিতেছে ৬ উইকেটের বড় ব্যবধানে। তাসমান সাগরপাড়ের দেশটির রেকর্ড হেক্সা জয়ে বড় অবদান ট্রাভিস হেডের। বিশ্বকাপ ফাইনাল ইতিহাসে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েছেন তিনি।
বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ৪০ লাখ মার্কিন ডলার পেয়েছে অস্ট্রেলিয়া, যা বাংলাদেশি মুদ্রায় ৪৪ কোটি টাকার বেশি। আর টুর্নামেন্টজুড়ে টানা ১০ ম্যাচ জিতলেও ফাইনালে হেরে রানার্সআপ হওয়ায় ভারত পেয়েছে ২০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২২ কোটি টাকার বেশি)।
সেমিফাইনালে পরাজিত দু’দল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সমান অঙ্কের টাকা পাচ্ছে। দুই দলকে দেওয়া হচ্ছে আট লাখ ডলার (প্রায় ৮ কোটি ৭৮ লাখ টাকা) করে। এ ছাড়া শেষ চারের আগেই বিদায় নেওয়া বাংলাদেশসহ প্রতিটি দল পাবে এক লাখ ডলার বা প্রায় এক কোটি ১০ লাখ টাকা।
এ ছাড়া প্রতিটি ম্যাচের জন্যও বরাদ্দ ছিল প্রাইজমানি। প্রতিটিতে জয়ের জন্য ৪০ হাজার ডলার করে পেয়েছে দলগুলো। সে হিসেবে অস্ট্রেলিয়া, ভারতসহ দলগুলোর টাকার অঙ্ক আরও বাড়ছে। সব মিলিয়ে এবারের বিশ্বকাপের জন্য প্রাইজ মানি বাবদ আইসিসির বরাদ্দ ছিল ১ কোটি মার্কিন ডলার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০