স্পোর্টস ডেস্কঃ লঙ্কা প্রিমিয়ার লিগের দ্বিতীয় কোয়ালিফায়ারেও হারল গল টাইটান্স। শনিবার বি-লাভ ক্যান্ডির বিপক্ষে ৩৪ রানে হেরেছে তারা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৫৭ রানের পুঁজি পায় ওয়ানিন্দু হাসারাঙ্গার দল। রান তাড়ায় গলের ইনিংস থামে ১২৩ রানে।
১৫৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে গলকে ভালো শুরু এনে দিয়েছিলেন লিটন দাস ও লাসিথ ক্রুসপুলে। এই দুই ওপেনার ফিরলে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে গলের ইনিংস। সাকিবও চান নম্বরে নেমে প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়েছেন। সোনাই দিনুশার ৩২ বলে ২৮ রানের ইনিংসে কিছুটা লড়াই করতে পেরেছে গল।
শেষদিকে কাসুন রাজিথা ১৪ বলে ১০ ও লাহিরু কুমারা ৮ বলে ১০ রান করে অপরাজিত থাকলেও তা দলের জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। ওপেনার লিটন ১৯ বলে ৪ চারে ২৫ রান করেন। সাকিব ১৫ বলে ১৭ রানের বেশি করতে পারেন নি। ব্যর্থ হয়েছেন গলের অধিনায়ক দাসুন শানাকাও।
ক্যান্ডির হয়ে হাসারাঙ্গা নেন ২টি উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন চতুরাঙ্গা ও মোহাম্মদ হাসনাইনও। একটি করে উইকেট গেছে মুজিব উর রহমান ও শাহান আরাচ্চিগের ঝুলিতে। ৩ ওভারে ৩১ রান খরচ করে কোনো উইকেট পান নি অ্যাঞ্জেলো ম্যাথিউজ। আগামী ২০ আগস্ট ফাইনালে ক্যান্ডির প্রতিপক্ষ ডাম্বুলা অরা।
এদিকে আজ আগে ব্যাট করতে নেমে আশানুরূপ শুরু এনে দিতে পারেননি ক্যান্ডির টপ অর্ডারের ব্যাটাররা। মাত্র ২০ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে দলটি। দুই ওপেনার মোহাম্মদ হারিস (৭) ও থানুকা দাবারেকে (৫) সাজঘরে ফেরান লাহিরু কুমারা। পঞ্চম ওভারে আক্রমণে এসে চাপ বাড়ান সাকিব।
বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিবের শিকার আরাচ্চিগে (০)। চতুর্থ উইকেট জুটিতে দলের হাল ধরেন দিনেশ চান্দিমাল ও হাসারাঙ্গা। দুজনের জুটিতে আসে ৭২ রান। ঝড় তুলে হাসারাঙ্গা ৩০ বলে ৪ ছক্কা ও ৩ চারের মারে করেন ৪৮ রান। চান্দিমালের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৩৮ রান।
শেষদিকে অ্যাঞ্জেলো ম্যাথুসের ১৭ বলে ২৪ ও চতুরঙ্গা দিল সিলভার ৬ বলে ১৫ রানে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি পায় ক্যান্ডি। মিতব্যয়ী বোলিংয়ে ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন সাকিব। ২টি করে উইকেট শিকার করেছেন লাহিরু কুমারা ও সনাল দিনুশা.।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post