স্পোর্টস ডেস্কঃ ২০২৪ ইউরোর মূল পর্বে খেলার জন্য জয়ের বিকল্প ছিল না ইতালির। আর সেই বাধা ভালোভাবেই পার করেছে আরুজ্জিরা। শুক্রবার রাতে ইউরোর বাছাইয়ে ‘সি’ গ্রুপে নর্থ মেসিডোনিয়াকে হারিয়ে সরাসরি ইউরোর মূল পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল করল বর্তমান চ্যাম্পিয়নরা।
রোমের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি ৫-২ গোলে জিতেছে ইতালি। গতবারের চ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল করেন ফেদেরিকো চিয়েসা। একবার করে জালের দেখা পান মাত্তেও দারমিয়ান, জিয়াকোমো রাসপাদোরি ও স্তেফান এল শারাউই। মেসিডোনিয়ার হয়ে জোড়া গোল করেন জানি আতান্সভ।
ঘরের মাঠে প্রথমার্ধে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইতালি। বিরতির পর দুটি গোল শোধ করে লড়াই জমিয়ে তোলেন মেসিডোনিয়ার বদলি মিডফিল্ডার জানি। তবে শেষ পর্যন্ত পিছিয়ে যেতে হয়েছে দলটিকে। আরও দুটি গোল করে এগিয়ে যাওয়া ইতালি বড় সম্ভাবনা তৈরি করে মাঠ ছাড়ে।
এই জয়ে সরাসরি ইউরোর মূল পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল হলো ইতালির। ৭ ম্যাচে ৪ জয় ও ১ ড্র নিয়ে ১৩ পয়েন্ট অর্জন করেছে ইতালি। তাতে দলটি উঠে এসেছে ‘সি’ গ্রুপের দ্বিতীয় অবস্থানে। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ইউক্রেইন। ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চারে আছে নর্থ মেসিডোনিয়া। মাল্টা হেরেছে আট ম্যাচের সবগুলো। শেষ রাউন্ডে মুখোমুখি হবে ইতালি-ইউক্রেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post