স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটের জয় পেয়েছে ভারত। শুক্রবার অজিদের করা ২৭৭ রান তাড়ায় নেমে ৪৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্য পৌঁছে যায় লোকেশ রাহুলের দল।
মোহালিতে রান তাড়া করতে নেমে ভারতের শুরুটা হয় দুর্দান্ত। শুভমান গিল ও রুতুরাজ গায়কোয়াড় মিলে উদ্বোধনী জুটিতে গড়েন ১৩০ বলে ১৪২ রানের জুটি। ব্যক্তিগত ৭১ রানে এলবিডব্লু হন রুতুরাজ। অ্যাডাম জাম্পার বলেই ৬৩ বলে ৭৪ রানের ইনিংস খেল বোল্ড হন গিল।
এরপর ইনিংস বড় করতে পারেন নি শ্রেয়াস আইয়ার-ঈশান কিষানরা। তবে এরপর ৮৫ বলে ৮০ রানের জুটি গড়েন অধিনায়ক কেএল রাহুল ও সূর্যকুমার যাদব। ৪৭ বলে ফিফটি করেন সূর্যকুমার। তিনি ৫০ রানে ফিরে গেলেও রাহুল অপরাজিত ছিলেন ৫৮ রানে।
এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় অষ্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে অজিরা করে ২৭৬ রান। স্বাগতিকদের ইনিংসে সর্বোচ্চ ৫২ রান করেন ডেভিড ওয়ার্নার। ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। ৫১ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন শামি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০