স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অনায়াস জয়ে এগিয়ে গেল ভারত। বৃহস্পতিবার প্রথম ওয়ানডেতে রোহিত শর্মাদের জয় ৫ উইকেটে। বার্বাডোজের কেনিংটন ওভালে আগে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানরা গুটিয়ে যায় ২৩ ওভারে মাত্র ১১৪ রানে। এই সংস্করণে ভারতের বিপক্ষে তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর এটি।
জবাবে ব্যাট করতে নেমে ভারত ২২.৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১৮ রান তুলে ম্যাচ জিতে নেয়। ১৬৩ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে রোহিতের দল। ২ বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১২ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক রোহিত। এছাড়া রবীন্দ্র জাদেজা ১ বাউন্ডারিতে ২১ বলে ১৬ রান করে অপরাজিত ছিলেন।
টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৭ রানে উদ্বোধনী জুটি ভাঙে উইন্ডিজের। ব্যক্তিগত ২ রানে প্যাভিলিয়নে ফেরেন কাইল মায়ার্স। এরপর অ্যালিক আথানজে ও ব্রান্ডন কিং মিলে গড়েন ৩৮ রানের জুটি। সেই জুটি ভাঙে অভিষিক্ত মুকেশ কুমারের ওভারে। আথানজে ক্যাচ দিয়ে বিদায় নেন। ১৮ বলে ২২ রান করেন তিনি। রানের চাকা স্থির থাকতেই বিদায় নেন কিংও।
শার্দুল ঠাকুরের বলে আউট হওয়া কিং ২৩ বলে করেন ১৭ রান। এরপর শাই হোপ একপ্রান্ত ধরে খেলতে থাকলেও অন্যপ্রান্তে উইকেটের মিছিল চলে। ১১ রানে শিমরন হেটমায়ার বিদায় নেয়ার পর রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, ডমিনিক ড্রেকসরা পাঁচের ঘরই পার হতে পারেননি। ৪৫ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন হোপ।
ভারতের হয়ে ৪ উইকেট নেন কুলদ্বীপ যাবদ। ৩ উইকেট পান জাদেজা। একটি করে উইকেট নেন মুকেশ কুমার, হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর। জবাব দিতে নেমে ভারতের ৫ উইকেট পড়লেও বিরাট কোহলি এ দিন ব্যাটিংয়েই নামেননি। রোহিত শর্মা সাত নম্বরে নেমে ১৯ বলে ১২ রানের ইনিংসে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন।ব্যাট হাতে ব্যবধান গড়ে ইশান কিষান ৪৬ বলে ৭ চার ও এক ছক্কায় করেন ৫২ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০