বড় জয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল

    0
    54

    স্পোর্টস ডেস্ক:: ভিনিসিউস জুনিয়র, ফেদে ভালভের্দে, রদ্রিগো ও আরিবাসের গোলে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করলো রিয়াল মাদ্রিদ। মিশরের ক্লাব আল আহলিকে ৪-১ গোলে হারিয়েছে মাদ্রিদরা।

    শনিবার ক্লাব বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে সৌদী আরবের ক্লাব আল হিলালের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। আগের দিন প্রথম সেমিফাইনালে লাতিন আমেরিকান চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গোকে ৩-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সৌদীর ক্লাবটি। এবার দ্বিতীয় সেমিফাইনালে বড় জয়ে ফাইনালে তাদের সঙ্গী হলো রিয়াল।

    ম্যাচ শুরুর পর থেকেই রিয়াল ও আল আহলি দারুণ খেলতে থাকে। ৪-১ গোলে হারলেও রিয়ালকে ভালো ভুগিয়েছে দলটি। কার্লো আনচেলত্তির দল ম্যাচের অন্তিম মুহুর্তে যোগ করা সময়েই ব্যবধান বড় করেছে। তার আগ পর্যন্ত সমানে সমান লড়াই করেছে মিশরীয় ক্লাবটি।

    ম্যাচের প্রথমার্ধের প্রায় পুরোটা সময় কোনো গোলই আসেনি। ব্রাজিলিয়ান তারকার ভিনিসিউস জুনিয়রের গোলে প্রথমার্ধের শেষ দিকে লিড নেয় রিয়াল। ম্যাচের ৪২তম মিনিটে প্রথম গোলের দেখা পায় দলটি। এগিয়ে থেকে যায় বিরতিতে।

    বিরতির পর ম্যাচের ৪৬ তম মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন ভালভার্দে। রিয়াল এগিয়ে যায় ২-০ গোলে। ম্যাচের ৬৫তম মিনিটে আল আহলি একটি গোল শোধ করে ম্যাচ জমিয়ে তুলে। রিয়ালের ডিফেন্ডাররা বিপদজনক সীমানায় ফাউল করলে পেনাল্টি পায় মিশরীয় ক্লাবটি। স্পট কিক থেকে গোল আদায় করেন মালউল। ম্যাচের স্কোর লাইন হয়ে যায় ২-১।

    আল আহলি এরপর ম্যাচের শেষ পর্যন্ত সমানে সমান লড়াই করে। রিয়াল তারকা লুকা মদ্রিচ মিস করেন পেনাল্টিও। ম্যাচের অন্তিম মুহুর্তে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রদ্রিগো ব্যবধান করে ফেলেন ৩-১। যোগ করা সময়ের অষ্টম মিনিটে সার্জিও আরাবাস আল আহলির কফিনে শেষ পেরেক ঠুকে দেন। ৪-১ গোলের বড় জয় নিশ্চিত হয় রিয়ালের।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here