স্পোর্টস ডেস্ক:: আইসিসি অনূর্ধ্ব-১৯ নারীদের টি-২০ বিশ্বকাপ বড় জয়ে শুরু করেছে বাংলাদেশ। নেপালকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। নেপাল অনূর্ধ্ব-১৯ নারী দল পাত্তাই পায়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে।
আগে ব্যাট করা নেপালের মেয়েরা বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত বোলিং তোপে মাত্র ৫২ রানেই গুটিয়ে যায়। অল্প টার্গেট টপকে যেতে খুব একটা কষ্ট করতে হয়নি বাংলাদেশের মেয়েদের। ৪০ বল হাতে রেখে পাঁচ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয়।
টস হেরে ব্যাট করতে নামা নেপালকে শুরু থেকেই চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে দলীয় ৩ রানে প্রথম উইকেট হারানো নেপালি মেয়েরা ১৮.২ ওভারে মাত্র ৫২ রানেই অলআউট হয়ে যায়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার সানা পারভিন। ৩২ বলের ইনিংসে তিনি কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান সিমান্না কেসি। ১৬ বলের ইনিংসে তিনি একটি বাউন্ডারি হাঁকিয়েছেন। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কোনো ব্যাটার। নেপালি ৫ ব্যাটারই রানআউটের শিকার হন।
বাংলাদেশের হয়ে জান্নাতুল মাওয়া সর্বোচ্চ ২টি, আনিসা, ফাহমিদা ও নিশিতারা একটি করে উইকেট লাভ করেন।
মাত্র ৫৩ রানের টার্গেটে খেলতে নামা বাংলাদেশ ১৩.২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ১৬ রান করেছেন সাদিয়া ইসলাম। ২৪ বলের ইনিংসে একটি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার। ২৪ বলের ইনিংসে তিনি অবশ্য কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি। এক বাউন্ডারিতে ১৩ বলে ৯ রানে আফিয়া, ৯ বলে এক বা্উন্ডারিতে ৫ রানে জান্নাতুল মাওয়া অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
নেপালের হয়ে পূজা, সিমান্না কেসিরা ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০