স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে নিউক্যাসলকে ৪-২ গোলে হারিয়েছে লিভারপুল। অলরেডদের হয়ে জোড়া গোল করেছেন মোহাম্মদ সালাহ। একটি করে গোল এসেছে কার্টিস জোন্স ও কোডি গাকপোর পা থেকে। নিউক্যাসলের হয়ে একটি করে গোল করেছেন অ্যালেক্সান্দার ইসাক ও সভেন বোটমান।
সোমবার রাতের ম্যাচে ২০তম মিনিটে ডি-বক্সে কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় লিভারপুল। সালাহর স্পট কিক যথেষ্ট জোরাল হলেও নাগালে পেয়ে ঠেকিয়ে দেন নিউক্যাসলের স্লোভাকিয়ান গোলরক্ষক মার্তিন দুভরাওকা। প্রথমার্ধে তাই গোলের খাতা খোলা হয় নি কোনো দলের।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ডেডলক ভাঙতে পারে লিভারপুল। দিয়াসের দারুণ পাস ধরে দারউইন নুনেজ বক্সে বাড়ান বল। এরপর নিখুঁত এক টোকায় দলকে এগিয়ে নেন সালাহ। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারে নি ইয়ের্গুন ক্লপের দল। ৫৪তম মিনিটে অ্যান্থনি গর্ডন থ্রু পাস থেকে কোনাকুনি শটে লিভারপুল গোলরক্ষককে পরাস্ত করেন সুইডিশ ফরোয়ার্ড অ্যালেক্সান্দার ইসাক।
৭৪তম মিনিটে ফের এগিয়ে যায় লিভারপুল। দিয়োগো জটার পাস থেকে বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার জোন্স। চার মিনিট পর আবারও জালে বল পাঠিয়ে ব্যবধান বাড়িয়ে নেয় অ্যানফিল্ডের দলটি। গোল করেন ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। নিউক্যাসল ৮২তম মিনিটে ব্যবধান কমায়। কর্নার থেকে উড়ে আসা বল লাফিয়ে হেডে জালে পাঠান ডাচ ডিফেন্ডার সভেন বোটমান।
৮৬ মিনিটে পেনাল্টি পায় লিভারপুল। জটাকে রুখতে গিয়ে তাকে ফাউল করে বসেন নিউক্যাসল গোলরক্ষক। ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ম্যাচের প্রথামার্ধে পেনাল্টি মিস করা সালাহ এবার আর কোনো ভুল করেননি। নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন মিশরের এই ফরোয়ার্ড। তাতে লিভারপুলের জয়টাও নিশ্চিত হয়ে যায়। ২০ ম্যাচে ১৩ জয় ও ৬ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৪৫। সমান ম্যাচে ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে অ্যাস্টন ভিলা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post