স্পোর্টস ডেস্কঃ জর্জিয়াকে উড়িয়ে দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল স্পেন। কোলনে রোববার রাতে ফুটবলপ্রেমীদের চোখ জুড়ানো পারফরম্যান্স উপহার দিয়েছে তারা। শেষ ষোলোর ম্যাচে শুরুতে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ৪-১ গোলে জিতেছে সাবেক ইউরো চ্যাম্পিয়নরা।
জর্জিয়ার বিপক্ষে রদ্রির গোলে প্রথমার্ধেই সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধে বাকি তিন গোল করেন ফাবিয়ান রুইস, নিকো উইলিয়ামস ও দানি ওলমো। এর আগে ১৮ মিনিটে রবিন লে নরমান্দের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল স্প্যানিশরা। ৩৯ মিনিটে রদ্রি স্পেনকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে তাদের আক্রমণের সামনে দাঁড়াতেই পারে নি প্রথমবার ইউরো খেলতে আসা জর্জিয়া।
৫১তম মিনিটে লামিন ইয়ামালের পাস থেকে গোল করে স্পেনকে লিড এনে দেন রুইস। এরপর স্পেনের হয়ে গোল করেন উইলিয়ামস এবং ওলমো। ৭৫তম মিনিটে রুইসের পাস থেকে গোল করেন উইলিয়ামস। আর ম্যাচ শেষের সাত মিনিট আগে জর্জিয়ার কফিনে শেষ পেরেকটি মারেন ওলমো। পুরো ম্যাচে ৭৫ শতাংশ বল স্পেনের দখলে ছিল। এই সময়ে ৩৫টি শট নিয়েছে তারা। যেখানে ১৩টি শট টার্গেটে রাখতে পেরেছে স্পেন। আগামী ৫ জুলাই কোয়ার্টার ফাইনালে তারা খেলবে স্বাগতিক জার্মানির বিপক্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post