স্পোর্টস ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। মঙ্গলবার চেমসফোর্ডে আগে ব্যাট করে ২৪৬ তোলে তামিম ইকবালের দল। জবাবে ১৬.৩ ওভারে তিন উইকেট হারিয়ে ৬৫ রান তোলে আইরিশরা। এরপরেই শুরু হয় বৃষ্টি। সেই বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত পরিত্যক্ত করা হয়েছে।
টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় নি বাংলাদেশের। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় টাইগাররা। তবে অভিজ্ঞ মুশফিকুর রহিমের ৬১ ও নাজমুল হোসেন শান্ত ৪৪ রান করেন। তাতে মাঝারি পুঁজি পায় সফরকারীরা। তবে বাঁহাতি ব্যাটার নাজমুল মনে করে বড় জুটি হলে চেমসফোর্ডের এই উইকেটে ২৯০-৩০০ রান হতো।
নাজমুল বলেন, ‘সাধারণত এখানে ২৯০-৩০০ এমন রান হয়। আমরা যখন খেলাটা শুরু করেছি তখন এটা মাথায় নিয়ে শুরু করিনি। আমরা উইকেটটা বোঝার চেষ্টা করেছি। ওইভাবে খেলার চিন্তা করেছি। যদিও আমাদের বড় কোনো জুটি হয়নি। যদি হতো তাহলে আমরা ওইরকম স্কোর করতে পারতাম।’
শান্ত আরো বলেন, ‘আমরা যদি আজকের ম্যাচের কথা চিন্তা করি। ছোট ছোট জুটির পর আমরা যে উইকেটগুলো হারিয়েছি এটা যদি না হতো নাহলে এরকম পরিস্থিতি হতো না। কিন্তু আমার কাছে মনে হয় যে দলটাই ছিল। উপরের ব্যাটসম্যানরা যদি আরেকটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করত তাহলে মনে হয় এরকম পরিস্থিতি তৈরি হতো না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post