নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ দলের অনেক সাফল্য আছে। তবে এখনো বড় কোনো ট্রফি জেতা হয়নি। আইসিসির বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি বা এশিয়া কাপ কোনো শিরোপাই হাতে নেওয়া হয়নি সাকিব-তামিমদের।
ধীরে ধীরে সিনিয়রদের হারাচ্ছে বাংলাদেশ দল। মাশরাফী চলে গেছেন। মাহমুদউল্লাহ রিয়াদের পড়ন্ত বেলায়। মুশফিকুর রহিমের শেষের দিকে। সাকিব আল হাসানও তাই। সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা তাই এখনি বড় টুর্নামেন্ট জেতার সেরা সুযোগ বলছেন। অভিজ্ঞ এই তারকারা থাকা অবস্থায়ই এশিয়া কাপ বা বিশ্বকাপ জেতার সুযোগ বাংলাদেশের।
এশিয়া কাপ বা বিশ্বকাপ জেতার এখনই সময় জানিয়ে মিরপুরে সাংবাদিকদের মাশরাফী বলেন, ‘এখনই আমাদের বড় টুর্নামেন্ট জেতার সেরা সময়। যেটা হতে পারে এশিয়া কাপ বা বিশ্বকাপ।’
অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে তরুণ ক্রিকেটাদের মিশেল আছে জানিয়ে তিনি আরো বলেন, ‘যদি অভিজ্ঞতার বিষয়টি বিবেচনা করেন, সিনিয়রদের সঙ্গে শান্তর মতো তরুণও আছে, যে কিনা পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেছে। অবশই জেতা উচিত। আপনি বিশ্ব ক্রিকেটে এখন বাংলাদেশের মতো অভিজ্ঞ দল খুব একটা দেখবেন না। এমনকি অস্ট্রেলিয়াও না।’
চলতি বছর টাইগাদের সেরা বছর হবে জানিয়ে মাশরাফী বলেন, ‘এই বছরটা আমাদের জন বড় কিছু আনবে, যদি সবাই নিজেদের মতো খেলতে পারে। আমার অনুরােধ থাকবে, আপনারা তাদের নিয়ে নেতিবাচক নিউজ করবেন না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০