স্পোর্টস ডেস্ক:: সেনেগালের বড় তারকা সাদিও মানে নেই। অনেকেরই ধারণা ছিলো বিশ্বকাপে সেনেগাল খুব একটা সুবিধা করতে পারবে না। তবে মাঠের লড়াইয়ে সাদিও মানের সতীর্থরা দেখিয়ে দিলেন, বড় তারকাকে হারালেও তাদের মনোবল ভেঙে যায়নি। ফিফা রেঙ্কিংয়ে এগিয়ে থাকা নেদারল্যান্ডসের বিপক্ষে দারুণ লড়াই করেছেন তারা।
সমানে সমান লড়াইয়ে শেষ মুহুর্তে গিয়ে হেরেছে সেনেগাল। ম্যাচের অন্তিম সময়ে এক গোল আর যোগ করা সময়ের আরেক গোলে নেদারল্যান্ডস ২-০ গোলে হারিয়ে দিয়েছে সেনেগালকে। তবে দারুণ খেলে দর্শকদের মন জয় করে নিয়েছেন সেনেগালের ফুটবলাররা।
সাদিও মানে সেনেগালের বিশ্বকাপ স্কোয়াডেই ছিলেন। বিশ্বকাপের আগেই তিনি ইনজুরিতে পড়েছিলেন। তবে কোচ লুই ফন গাল দলের সেরা তারকাকে স্কোয়াডে রেখে ছিলেন। তার আশা ছিলো বিশ্বকাপ চলাকালে তিনি সুস্থ হবেন, মাঠে নামবেন। কিন্তুু কোচের সেই আশা পূর্ণ হয়নি। বিশ্বকাপ স্কোয়াড থেকে শেষ পর্যন্ত বাদ যেতে হয় সেনেগাল ফুটবলের এই বড় তারকাকে।
ম্যাচের শুরু থেকেই দুই দল দারুণ খেলতে থাকে। বল দখলের লড়াইয়েও দুই দল প্রায় সমানে সমান ছিলো। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তুলে নেদারল্যান্ডস-সেনেগাল। দর্শকেরাও উপভোগ করতে থাকেন দারুণ এক ম্যাচ। প্রথমার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে পারেনি। গোল শুন্য সমতায় ম্যাচ রেখে বিরতিতে যায় তারা।
বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলেও গোলের দেখা পাচ্ছিলো না কোনো দলই। একাধিক সুযোগও মিস হয় তাদের। ম্যাচের প্রায় শেষ দিকে কোডি হাকপোর গোলে কপাল খুলে যায় নেদারল্যান্ডসের। ৮৪তম মিনিটে তার গোলেই লিড নেয় নেদারল্যান্ডস। ১-০ গোলে এগিয়ে যায় দলটি।
পিছিয়ে পড়লেও সেনেগাল দমে যায়নি। গোল শোধে মরিয়া হয়ে উঠে দলটি। একাধিক আক্রমণও করে। তবে প্রতিপক্ষের জালের দেখা পায়নি দলটি। নির্ধারিত সময়ের পরে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। যোগ করা সময়ের নবম মিনিটে সেনেগালের স্বপ্ন ফিকে করে দেন ডেভি ক্লাসেন। দারুণ এক গোল করে নেদারল্যান্ডসের ২-০ গোলের জয় নিশ্চিত করেন তিনি। এই জয়ে জয় দিয়েই বিশ্বকাপ শুরু করলো ডাচরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০