স্পোর্টস ডেস্কঃ মৌসুমের শেষের দিকে বড় এক ধাক্কা খেল টটেনহাম হটস্পার। চোটের কারণে মৌসুমের বাকি অংশে গোলরক্ষক হুগো লরিসের সার্ভিস পাবে না প্রিমিয়ার লিগের দলটি। এক বিবৃতিতে সাবেক ফরাসী এই গোলরক্ষকের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে স্পার্স ম্যানেজমেন্ট।
টটেনহামের অন্তবর্তীকালীন কোচ রায়ান ম্যাসন জানান, লিগের শেষ চার ম্যাচে লরিসকে পাচ্ছেন না তারা। শুক্রবার ম্যাসন বলেন, ‘লরিসকে না পাওয়া স্পষ্টতই হতাশাজনক। সে এই মৌসুমে আর আমাদের হয়ে খেলবে না। আমাদের তাকে দরকার। আমাদের তাকে দলের অংশ হতে হবে এবং আমি নিশ্চিত সে হবেই।’
গত ২৩ এপ্রিল নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৬-১ গোলের হারের ম্যাচে চোট পেয়েছিলেন লরিস। সেই ম্যাচের বিরতির সময় সাবেক ফরাসি অধিনায়ককে তুলে নেওয়া হয়। লিগে ৩৪ ম্যাচে ৫৪ পয়েন্টে সপ্তম স্থানে রয়েছে টটেনহাম। শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। দুইয়ে আর্সেনাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০