স্পোর্টস ডেস্কঃ ৫১৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করা বাংলাদেশ জাকির হাসান–সাদমান ইসলামের উদ্বোধনী জুটি থেকে পেয়েছিল ভালো শুরু। দুজনের ৬২ রানের জুটি ভাঙ্গার পর মোট ৪ উইকেট হারিয়েছে টাইগাররা। আলোক স্বল্পতায় খেলা বন্ধের পর তৃতীয় দিন শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৪ উইকেটে ১৫৮। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপরাজিত ৫১ রানে, অন্য প্রান্তে ৫ রানে সাকিব আল হাসান।
চেন্নাই টেস্ট জিততে বাংলাদেশকে করতে হবে আরও ৩৫৭ রান, হাতে আছে ৬ উইকেট। এর আগে বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন জাকির হাসান ও শাদমান ইসলাম। তারা দুজন উদ্বোধনী জুটিতে ৬২ রান যোগ করেছিলেন দলীয় সংগ্রহে। যা ছিল ভারতের বিপক্ষে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের প্রথম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। এই রানে জাকির ৩৩ ও ৮৬ রানের মাথায় শাদমান ৩৫ করে আউট হওয়ার পর দ্রুত আরও ২টি উইকেট হারায় বাংলাদেশ। ১২৪ রানের মাথায় মুমিনুল ও ১৪৬ রানের মাথায় মুশফিক আউট হন। দুজনেই ১৩টি করে রান করে যান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০