‘বড় ভাই বলে গিয়েছেন দল সবার আগে’

0
118

নিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানের সিরিজ চলাকালীনই হুট করে তামিম ইকবাল নিজের অবসরের ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। যা কিনা অমানিশা তৈরি করেছে বাংলাদেশ দলে। এমনকি পুরো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য। দলের অধিনায়ক এমন আচমকা একটা সিরিজ চলাকালীন অবসর নিলে, সেটার প্রভাব নিশ্চিতভাবেই পড়বে পুরো দলের মধ্যে।

তবে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন, আফগানিস্তান সিরিজে অধিনায়কত্ব পাওয়া লিটন দাস। পরিবেশ ঠিক আছে বলে জানিয়েছেন লিটন। একইসাথে জানিয়েছেন, তামিম ইকবাল যাওয়ার সময় বলে গেছেন দলই সবার আগে।

দলের পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে লিটন দাস বলেন, “উনি আগের ম্যাচে ছিলেন, এই ম্যাচে নেই। কোনোভাবে যদি ইনজুরি হতো, আমরা কিন্তু উনাকে ছাড়া খেলতাম। আমার কাছে মনে হয় না এরকম কিছু পরিবর্তন (পরিবেশে) আসবে। আগের মতোই থাকবে সব কিছু।”

তামিমের বার্তা নিয়ে লিটন দাস বলেন, “বড় ভাই (তামিম ইকবাল) একটা কথা বলে গিয়েছেন, ‘দল সবার আগে’। উনি যেতে যেতে এই কথাই বলে গিয়েছেন।”

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here