স্পোর্টস ডেস্কঃ ফ্রেঞ্চ কাপের শিরোপা জিতল তুলুজ। শনিবার রাতে নঁতের বিপক্ষে আধিপত্য ধরে রেখেই চ্যাম্পিয়ন হলো দলটি। ক্লাবটির ইতিহাসে এটিই বড় কোনো শিরোপা। প্যারিসে ফাইনাল ম্যাচটি ৫-১ গোলে জিতেছে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হওয়া তুলুজ।
শিরোপা জয়ের পথে রেকর্ড গড়েছে তুলুস। একাবিংশ শতাব্দীতে এই নিয়ে মাত্র তিনটি ক্লাব ফ্রেঞ্চ কাপের ফাইনালে তিনটি বা এর অধিক গোল করেছে। ২০১৩ সালে বোর্দো ৩-২ গোলের ব্যবধানে হারায় এভিয়রকে। ২০১৬ সালে মার্সেইকে ৪-২ গোলের ব্যবধানে হারায় পিএসজি।
স্তেদ দি ফ্রান্সে চতুর্থ ও দশম মিনিটে জোড়া গোল করেন ফরাসি সেন্টার-ব্যাক লোগান কস্তা। এছাড়া ২৩ ও ৩১তম মিনিটে জালে বল পাঠান ডাচ ফরোয়ার্ড তেইস দলিংখা। ৭৫তম মিনিটে এক গোল শোধ করে নঁতের ফরাসি মিডফিল্ডার লুদভিক ব্লাস।
প্রথমার্ধে ৪ গোলে এগিয়ে থাকা তুলুজ পঞ্চম গোল পায় দ্বিতীয়ার্ধে। ৭৯তম মিনিটে মরক্কোর ফরোয়ার্ড জাকারিয়া আবুখলাল গোল গোলের খাতায় নাম লিখিয়ে চার গোলের ব্যবধান করেন। বিশাল জয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে তুলুজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০